AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tulsi Manjari Tips: গরমকালে শুকিয়ে যাওয়া তুলসীর মঞ্জুরি কি ছেঁটে দিচ্ছেন? জানেন কী ভুল করছেন?

Astro Benefits: তুলসী পাতা চিবিয়ে খেলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। গরমকালের তুলনায় শীতকালে সবচেয়ে বেশি তুলসী গাছ শুকিয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালেও তুলসীর সঠিক যত্ন না নিলে পাতা শুকিয়ে যায়। শুধু তাই নয়, কাঠ, মূল ও মঞ্জুরিও শুকিয়ে ঝড়ে পড়ে। শুকিয়ে গেলে তুলসী গাছ ছেঁটে ফেলেন অনেকে। তবে তুলসী মঞ্জুরি শুকিয়ে গেলে গরমকালে কী কী করা উচিত, কী কী নিয়ম মানতে হবে, না হলে কোন কোন ক্ষতির মুখে পড়তে হবে, তা জেনে নিন এখানে...

| Updated on: Jun 03, 2024 | 6:49 PM
Share
Tulsi Manjari Tips: গরমকালে শুকিয়ে যাওয়া তুলসীর মঞ্জুরি কি ছেঁটে দিচ্ছেন? জানেন কী ভুল করছেন?

1 / 10
হিন্দু বা বাঙালিদের ঘরের বারান্দা ও উঠোনে তুলসী চারা লাগিয়ে চারা লাগিয়ে সকাল-সন্ধ্যের জল নিবেদন করার রীতি হয়েছে। নিয়মিত নিয়ম মেনে বিষ্ণুদেব সন্তুষ্ট হন। তুষ্ট হন দেবী লক্ষ্মীও। হিন্দু ধর্মে যেমন তুলসী পাতা ও গাছের গুরুত্ব রয়েছে, তেমনি আয়ুর্বেদশাস্ত্রেও তুলসীর মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, তুলসীর ঔষধিগুণ রয়েছে শিকড় থেকে গোটা গাছটাই শরীরের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

হিন্দু বা বাঙালিদের ঘরের বারান্দা ও উঠোনে তুলসী চারা লাগিয়ে চারা লাগিয়ে সকাল-সন্ধ্যের জল নিবেদন করার রীতি হয়েছে। নিয়মিত নিয়ম মেনে বিষ্ণুদেব সন্তুষ্ট হন। তুষ্ট হন দেবী লক্ষ্মীও। হিন্দু ধর্মে যেমন তুলসী পাতা ও গাছের গুরুত্ব রয়েছে, তেমনি আয়ুর্বেদশাস্ত্রেও তুলসীর মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, তুলসীর ঔষধিগুণ রয়েছে শিকড় থেকে গোটা গাছটাই শরীরের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

2 / 10
তুলসী পাতা চিবিয়ে খেলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। গরমকালের তুলনায় শীতকালে সবচেয়ে বেশি তুলসী গাছ শুকিয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালেও তুলসীর সঠিক যত্ন না নিলে পাতা শুকিয়ে যায়। শুধু তাই নয়, কাঠ, মূল ও মঞ্জুরিও শুকিয়ে ঝড়ে পড়ে।

তুলসী পাতা চিবিয়ে খেলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। গরমকালের তুলনায় শীতকালে সবচেয়ে বেশি তুলসী গাছ শুকিয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালেও তুলসীর সঠিক যত্ন না নিলে পাতা শুকিয়ে যায়। শুধু তাই নয়, কাঠ, মূল ও মঞ্জুরিও শুকিয়ে ঝড়ে পড়ে।

3 / 10
শুকিয়ে গেলে তুলসী গাছ ছেঁটে ফেলেন অনেকে। তবে তুলসী মঞ্জুরি শুকিয়ে গেলে গরমকালে কী কী করা উচিত, কী কী নিয়ম মানতে হবে, না হলে কোন কোন ক্ষতির মুখে পড়তে হবে, তা জেনে নিন এখানে...

শুকিয়ে গেলে তুলসী গাছ ছেঁটে ফেলেন অনেকে। তবে তুলসী মঞ্জুরি শুকিয়ে গেলে গরমকালে কী কী করা উচিত, কী কী নিয়ম মানতে হবে, না হলে কোন কোন ক্ষতির মুখে পড়তে হবে, তা জেনে নিন এখানে...

4 / 10
তুলসী গাছ বড় হলে ছোট ছোট ফুল ফোটে। কেউ কেউ মঞ্জরী ভাঙেন না। মনে করা হয়, এতে গাছের বৃদ্ধি থেমে যায় ও পোকামাকড়ের বাড়বাড়ন্ত হতে পারে। এই কারণে গাছ শুকিয়ে যায়। এই মঞ্জরিতে ছোট কালো বীজ থাকে, যা একটি পাত্রে রোপণ করলে ছোট ছোট আকার নতুন তুলসীর চারা তৈরি হতে পারে। 

তুলসী গাছ বড় হলে ছোট ছোট ফুল ফোটে। কেউ কেউ মঞ্জরী ভাঙেন না। মনে করা হয়, এতে গাছের বৃদ্ধি থেমে যায় ও পোকামাকড়ের বাড়বাড়ন্ত হতে পারে। এই কারণে গাছ শুকিয়ে যায়। এই মঞ্জরিতে ছোট কালো বীজ থাকে, যা একটি পাত্রে রোপণ করলে ছোট ছোট আকার নতুন তুলসীর চারা তৈরি হতে পারে। 

5 / 10
সময়ে সময়ে তুলসী গাছ ও এর ডালপালা কেটে দিলে তুলসী আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া পাতা ও কাণ্ডেও নতুন প্রাণের সঞ্চার হয়। তুলসী গাছ আরও সবুজ হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মঞ্জরীর অংশ মঙ্গল ও রবিবার ছেঁটে ফেলা উচিত নয়।

সময়ে সময়ে তুলসী গাছ ও এর ডালপালা কেটে দিলে তুলসী আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া পাতা ও কাণ্ডেও নতুন প্রাণের সঞ্চার হয়। তুলসী গাছ আরও সবুজ হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মঞ্জরীর অংশ মঙ্গল ও রবিবার ছেঁটে ফেলা উচিত নয়।

6 / 10
এই দুদিন ছাড়াই অন্যদিনে ছেঁটে ফেলতে পারেন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ভেঙ্গে ফেলতে পারেন। মঞ্জরি ফেলে দেবেন না, বরং পুজোর ঘরে রাখতে পারেন। রান্নাঘরে কাড়া বা চা তৈরিতেও ব্যবহার করা যেতে পারে।

এই দুদিন ছাড়াই অন্যদিনে ছেঁটে ফেলতে পারেন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ভেঙ্গে ফেলতে পারেন। মঞ্জরি ফেলে দেবেন না, বরং পুজোর ঘরে রাখতে পারেন। রান্নাঘরে কাড়া বা চা তৈরিতেও ব্যবহার করা যেতে পারে।

7 / 10
উঠোন বা বারান্দায় রাখলে তুলসী গাছ যেমন শীতকালে শুকিয়ে যায়, তেমনি গ্রীষ্মকালেও এই সমস্যা হতে পারে। কড়া রোদে তুলসীর টব রাখা যতটা পারেন এড়িয়ে যেতে পারেন। যতটা সম্ভব ছায়ায় রাখা উচিত।

উঠোন বা বারান্দায় রাখলে তুলসী গাছ যেমন শীতকালে শুকিয়ে যায়, তেমনি গ্রীষ্মকালেও এই সমস্যা হতে পারে। কড়া রোদে তুলসীর টব রাখা যতটা পারেন এড়িয়ে যেতে পারেন। যতটা সম্ভব ছায়ায় রাখা উচিত।

8 / 10
এমন এক জায়গায় রাখুন, যেখানে একটানা সূর্যের আলো তীব্র ভাবে প্রবেশ না করতে পারে। সূর্যের আলোয় সারাদিন থাকলে তুলসী গাছ মরে যেতে পারে। গ্রীষ্মকালে সকালে এবং সন্ধ্যায় জল।

এমন এক জায়গায় রাখুন, যেখানে একটানা সূর্যের আলো তীব্র ভাবে প্রবেশ না করতে পারে। সূর্যের আলোয় সারাদিন থাকলে তুলসী গাছ মরে যেতে পারে। গ্রীষ্মকালে সকালে এবং সন্ধ্যায় জল।

9 / 10
যখন তুলসী পাতা ছেঁটে ফেলবেন, তখন সেগুলি ফেলে না দিয়ে গরম জলে ভিজিয়ে রেখে খেতে পারেন, তাতে সর্দি ও কাশির উপশম হতে পারে। এছাড়াও তুলসী মঞ্জরি ওজন কমাতে, সাইনাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম হয়। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে। এতে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, তাই তুলসী পাতা দিয়ে চা বানিয়ে খএলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 

যখন তুলসী পাতা ছেঁটে ফেলবেন, তখন সেগুলি ফেলে না দিয়ে গরম জলে ভিজিয়ে রেখে খেতে পারেন, তাতে সর্দি ও কাশির উপশম হতে পারে। এছাড়াও তুলসী মঞ্জরি ওজন কমাতে, সাইনাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম হয়। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে। এতে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, তাই তুলসী পাতা দিয়ে চা বানিয়ে খএলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 

10 / 10