Bangla News Photo gallery Shraddha kapoor is edgy and fierce as she turns showstopper for anamika khanna at lakme fashion week
Lakme Fashion Week: Shraddha Kapoor: ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনে নজর কাড়লেন শো-স্টপার শ্রদ্ধা কাপুর…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 11, 2021 | 2:50 PM
শ্রদ্ধা কাপুর ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন সমস্ত নজর কেড়ে নিয়েছিলেন। তিনি অনামিকা খান্নার সাম্প্রতিক কালেকশন থেকে একটি অসাধারণ সুন্দর পোশাক বেছে নিয়েছিলেন।
1 / 6
শ্রদ্ধা একটি কালো টেক্সচার্ড পোশাক পরেছিলেন। এর মধ্যে কাট-আউট, ক্রিস-ক্রস ডিজাইনের পাশাপাশি একটি ইথেরিয়াল লুক বর্তমান ছিল।
2 / 6
শ্রদ্ধার কালো পোশাকের মধ্যে একটি ব্রেসলেট ছিল। যা পোশাকের সাথে একটা নিখুঁত সিকুইন দিয়ে সাজানো স্ট্র্যাপের সঙ্গে যুক্ত ছিল।
3 / 6
কোমরের নীচের দিকে থেকে বেরিয়ে আসা অতিরিক্ত টাসেলগুলি শ্রদ্ধার কার্ভসগুলোকে ক্ষুরধার করে তুলেছিল। যা তাঁর সামগ্রিক সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।
4 / 6
শ্রদ্ধা একটা কালো স্টিলেটো পরেছিলেন। তিনজ ফুলের আকারের ড্রপ কানের দুল দিয়ে তাঁর সাজ সম্পন্ন করেছিলেন। তিনি তাঁর চুলগুলো খোলা রেখে মাঝখানে ভাগ করে নিয়েছিলেন। শ্রদ্ধা তাঁর চুলে জেলের ব্যবহার করে একটা ভেজা ভেজা ভাব নিয়ে এসেছিলেন।
5 / 6
স্মোকি আই শেড, উজ্জ্বল ত্বক, নিউড পিঙ্ক লিপি শেডের পাশাপাশি শ্রদ্ধা তাঁর চোখে কাজলের ব্যবহার করেছিলেন। যার ফলে তাঁর মেকআপ অত্যন্ত সাধারণ কিন্তু নিখুঁত হয়েছিল।
6 / 6
শোয়ের শেষে, শ্রদ্ধা নিজেও ডিজাইনার অনামিকা খান্নার সঙ্গে দর্শকদের শুভেচ্ছা জানিয়েছিলেন। ডিজাইনার নিজেও শ্রদ্ধার সাজে বেশ খানিকটা অবাকই হয়েছিলেন।