Pics: অযোধ্যার রাম মন্দিরের প্রথম তলের প্রথম ছবি প্রকাশ করল শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 15, 2023 | 6:27 PM

Ayodhya Ram Temple pics: অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হবে। তারপরই সকলের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার। দ্বারোদ্ঘাটনের আগে রাম মন্দিরের প্রথম তলের প্রথম ছবি প্রকাশ করল শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট।

1 / 8
অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হবে। তারপরই সকলের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার।

অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হবে। তারপরই সকলের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার।

2 / 8
রাম মন্দির উদ্বোধনের আর দেড় মাসও বাকি নেই। তার আগে নির্মীয়মাণ প্রথম তলের প্রথম ছবি প্রকাশ করল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

রাম মন্দির উদ্বোধনের আর দেড় মাসও বাকি নেই। তার আগে নির্মীয়মাণ প্রথম তলের প্রথম ছবি প্রকাশ করল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

3 / 8
রাম মন্দিরের এই প্রথম তলেই হবে রাম দরবার। প্রতিটি পিলারে ২৫-৩০টি মূর্তি খোদাই করা হয়েছে।

রাম মন্দিরের এই প্রথম তলেই হবে রাম দরবার। প্রতিটি পিলারে ২৫-৩০টি মূর্তি খোদাই করা হয়েছে।

4 / 8
অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হাজার বছরেও ভূমিকম্প বা বন্যাতে মন্দিরের কোনও ক্ষতি হবে না বলে কর্তৃপক্ষের দাবি।

অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হাজার বছরেও ভূমিকম্প বা বন্যাতে মন্দিরের কোনও ক্ষতি হবে না বলে কর্তৃপক্ষের দাবি।

5 / 8
রাম মন্দিরের নির্মাণকাজ আপাতত সম্পূর্ণ। এখন তৎপরতার সঙ্গে চলছে শেষ মুহূর্তের ফিনিশিং টাচ।

রাম মন্দিরের নির্মাণকাজ আপাতত সম্পূর্ণ। এখন তৎপরতার সঙ্গে চলছে শেষ মুহূর্তের ফিনিশিং টাচ।

6 / 8
নাগারা বা উত্তর ভারতের মন্দির শৈলীর আদলে রাম মন্দিরটি নির্মাণ করা হয়েছে। রাজস্থানের গোলাপি বেলেপাথর, মির্জাপুরের মার্বেল ও প্রায় ১৭ হাজার গ্রানাইট দিয়ে নির্মিত হয়েছে মন্দিরটি।

নাগারা বা উত্তর ভারতের মন্দির শৈলীর আদলে রাম মন্দিরটি নির্মাণ করা হয়েছে। রাজস্থানের গোলাপি বেলেপাথর, মির্জাপুরের মার্বেল ও প্রায় ১৭ হাজার গ্রানাইট দিয়ে নির্মিত হয়েছে মন্দিরটি।

7 / 8
রাম মন্দিরের দেওয়াল থেকে সিলিংয়ে শিল্পীদের অসাধারণ শিল্পকর্ম খোদাই রয়েছে। পিলার থেকে সিলিংয়ে বিভিন্ন দেব-দেবীর মূর্তি খোদাই করা রয়েছে।

রাম মন্দিরের দেওয়াল থেকে সিলিংয়ে শিল্পীদের অসাধারণ শিল্পকর্ম খোদাই রয়েছে। পিলার থেকে সিলিংয়ে বিভিন্ন দেব-দেবীর মূর্তি খোদাই করা রয়েছে।

8 / 8
রাতের আলোয় অযোধ্যা রাম মন্দিরটি দেখতে কেমন হবে, ছবি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

রাতের আলোয় অযোধ্যা রাম মন্দিরটি দেখতে কেমন হবে, ছবি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

Next Photo Gallery