Shruti Das: দশ মাসের যাত্রা শেষ, ‘দেশের মাটি’র শেষ লগ্নে কী বললেন শ্রুতি?

Shruti Das: শ্রুতি লেখেন, “ভাল-মন্দ উত্থান-পতন সমালোচনা, প্রতিকূলতাকে জয় করে একটা ভাল পরিবার দেওয়ার জন্য অনেকেরই ধন্যবাদ প্রাপ্য।”

| Edited By: | Updated on: Oct 31, 2021 | 2:43 PM
জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র আজ শেষ পর্ব সম্প্রচারিত হবে। হঠাৎই শেষ হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। তবে এর সঙ্গে যুক্ত কলাকুশলীরা মিস করবেন এই যাত্রা। ঠিক যেমন মুখ্য অভিনেত্রী শ্রুতি দাস সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করেছেন।

জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র আজ শেষ পর্ব সম্প্রচারিত হবে। হঠাৎই শেষ হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। তবে এর সঙ্গে যুক্ত কলাকুশলীরা মিস করবেন এই যাত্রা। ঠিক যেমন মুখ্য অভিনেত্রী শ্রুতি দাস সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করেছেন।

1 / 7
শ্রুতি লিখেছেন, “দশ মাসের যাত্রাপথ। অচেনা মানুষ গুলোর আসতে আসতে পরিচিত কাছের হয়ে ওঠা মফঃস্বলের স্কুলপড়ুয়া হয়ে নিজেকে মফঃস্বলের স্কুলশিক্ষিকা হিসেবে তৈরী করা ছোটবেলার ভাললাগাকে ধীরে ধীরে ভালবাসায় পরিণত করা দেশের মাটি ছেড়ে থাকা মানুষগুলোর অপমানজনক কথা উপেক্ষা করেও তাদের ভালোবাসা আদায় করে নেওয়ার এবং দাদান, ঠাম্মি, রাজাদা, বউরানি, সবুজদার সংসারে সেই ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসার পর তাদের নিয়েই মিলেমিশে থাকতে পারে যে মেয়ে সেই নোয়া।”

শ্রুতি লিখেছেন, “দশ মাসের যাত্রাপথ। অচেনা মানুষ গুলোর আসতে আসতে পরিচিত কাছের হয়ে ওঠা মফঃস্বলের স্কুলপড়ুয়া হয়ে নিজেকে মফঃস্বলের স্কুলশিক্ষিকা হিসেবে তৈরী করা ছোটবেলার ভাললাগাকে ধীরে ধীরে ভালবাসায় পরিণত করা দেশের মাটি ছেড়ে থাকা মানুষগুলোর অপমানজনক কথা উপেক্ষা করেও তাদের ভালোবাসা আদায় করে নেওয়ার এবং দাদান, ঠাম্মি, রাজাদা, বউরানি, সবুজদার সংসারে সেই ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসার পর তাদের নিয়েই মিলেমিশে থাকতে পারে যে মেয়ে সেই নোয়া।”

2 / 7
শ্রুতি আরও লেখেন, “ভাল-মন্দ উত্থান-পতন সমালোচনা, প্রতিকূলতাকে জয় করে একটা ভাল পরিবার দেওয়ার জন্য অনেকেরই ধন্যবাদ প্রাপ্য।”

শ্রুতি আরও লেখেন, “ভাল-মন্দ উত্থান-পতন সমালোচনা, প্রতিকূলতাকে জয় করে একটা ভাল পরিবার দেওয়ার জন্য অনেকেরই ধন্যবাদ প্রাপ্য।”

3 / 7
শ্রুতির কথায়, “তবে আজ ধন্যবাদ দেব না। থেকে যাব ‘দেশের মাটি’র টানে। মনে পড়বে একসাথে কাটানো সময়গুলো। আর বিশেষত এই প্রিয় মুখগুলো।”

শ্রুতির কথায়, “তবে আজ ধন্যবাদ দেব না। থেকে যাব ‘দেশের মাটি’র টানে। মনে পড়বে একসাথে কাটানো সময়গুলো। আর বিশেষত এই প্রিয় মুখগুলো।”

4 / 7
শ্রুতি লিখেছেন, “আপনাদের নোয়াকে হয়তো ‘দেশের মাটি’তে আজ সাড়ে ছ'টা থেকে সাতটার পর আর দেখতে পাবেন না।”

শ্রুতি লিখেছেন, “আপনাদের নোয়াকে হয়তো ‘দেশের মাটি’তে আজ সাড়ে ছ'টা থেকে সাতটার পর আর দেখতে পাবেন না।”

5 / 7
শ্রুতির মতে, “তবে আবার টেলিভিশন স্ক্রিনে শ্রুতিকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাব অবিরত।”

শ্রুতির মতে, “তবে আবার টেলিভিশন স্ক্রিনে শ্রুতিকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাব অবিরত।”

6 / 7
শুধু অভিনয় অর্থাৎ পেশাগত দায়িত্ব নয়। ‘দেশের মাটি’র টিম আক্ষরিক অর্থেই একটি পরিবার হয়ে উঠেছিল।

শুধু অভিনয় অর্থাৎ পেশাগত দায়িত্ব নয়। ‘দেশের মাটি’র টিম আক্ষরিক অর্থেই একটি পরিবার হয়ে উঠেছিল।

7 / 7
Follow Us: