পুজোয় নতুন হেয়ার স্টাইলের জন্য অনেকেই পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং করাচ্ছেন। কিন্তু পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং করালেই দায়িত্ব শেষ হয় না। বরং এরপর বিশেষ যত্ন নিতে হয় চুলের। কারণ পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিংয়ে ক্ষতি হতে পারে আপনার চুলের।
চুল স্ট্রেটনিং করার সময় চুলের উপর বিভিন্ন রাসায়নিক এবং হিট ব্যবহার করা হয়। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় চুল। এরপর যদি চুলের যত্ন না নেন তাহলে চুলের অবস্থা আরও খারাপ হতে থাকে।
চুল স্ট্রেটনিং বা স্মুদিং করলে চুলের উপর গরম আয়রন ব্যবহার করা হয়। এতে চুলের ফলিকল দুর্বল হয়ে পড়ে। এই কারণে স্ট্রেটনিংয়ের পর অনেকেই চুল পড়ার সমস্যার সম্মুখীন হন। আসলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়লে অতিরিক্ত পরিমাণে চুল উঠতে শুরু করে।
চুল স্ট্রেটনিং বা স্মুদিং করানোর পর আপনাকে চুলের বিশেষ যত্ন নিতে হবে। নিয়ম করে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। নাহলে স্ক্যাল্পে সংক্রমণ দেখা দিতে পারে। এই ক্ষেত্রে খুশকির সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। তাই এই বিষয়ে সাবধান থাকুন।
চুল স্ট্রেটনিং বা স্মুদিং করানোর পর কেরাটিন যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হয়। নিয়মিত হেয়ার স্টাইল পরিবর্তন করতে থাকলে চুলের টেক্সচার পরিবর্তন হতে থাকে। চুল আগের থেকে অনেক বেশি রুক্ষ দেখায়।
চুলের ক্ষতি এড়াতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। চুলের জন্য সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন। নিয়ম করে চুলে তেল দিন। সপ্তাহে একবার করে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। পাশাপাশি চুলে গরম জল ব্যবহার করবেন না।