Raghab Chatterjee: রাঘবের রেকর্ডিং, সাক্ষী থাকল একমাত্র TV9 বাংলা; দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Oct 08, 2021 | 10:27 PM
কলকাতার একটি রেকর্ডিং স্টুডিওতে ছিল সাংঘাতিক ব্যস্ততা। কেননা, সেখানে রেকর্ডিং করতে এসেছিলেন গায়ক রাঘব চট্টোপাধ্যায়। রইল একমাত্র সাক্ষী TV9 বাংলার তোলা প্রতি মুহূর্তের এক্সক্লুসিভ কিছু ছবি।
1 / 7
যে গানটিকে ঘিরে এত ব্যস্ততা ছিল শুক্রবার, সেই গানটির নাম 'স্বপ্নেরই ঝিনুকে'। গানটি নতুন করে প্রেমের স্বপ্ন দেখায়।
2 / 7
পুজো শুরু হওয়ার একেবারে প্রাক লগ্নে করতে এসেছিলেন রাঘব। ভাবছেন পুজোতেই রিলিজ করবে কিনা গানটি। একেবারেই না।
3 / 7
রাঘবের মতো শিল্পীরা সময়ের আগে চলেন। প্রস্তুতি নিতে শুরু করেন অনেক আগে থেকে। গান রিলিজ করবে এবছর দীপাবলিতে।
4 / 7
তাই আগে থেকেই রেকর্ডিং সেরে রেখেছেন তিনি। আরও চমক আছে। গানটি লিখেছেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন অদিতিশংকর চক্রবর্তী ও তাঁর সহধর্মিণী ঝুমা চক্রবর্তী।
5 / 7
এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই - অদিতি ও ঝুমা দু'জনেই পেশায় আইনজীবী। স্বপ্ন ছিল গানের জগতে কিছু করবেন। প্রতিভা দেখে তাঁদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন রাঘবের মতো একজন শিল্পী।
6 / 7
প্রেমের গানটি রাহুল দেব বর্মনের নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনতে পারে বলে বিশ্বাস গোটা টিমের।
7 / 7
হাসি-গল্প-আড্ডায় হইহই করে রেকর্ডিং চলল। সেই রেকর্ডিংয়ের একমাত্র সাক্ষী ছিল TV9 বাংলা।