Raghab Chatterjee: রাঘবের রেকর্ডিং, সাক্ষী থাকল একমাত্র TV9 বাংলা; দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 08, 2021 | 10:27 PM

কলকাতার একটি রেকর্ডিং স্টুডিওতে ছিল সাংঘাতিক ব্যস্ততা। কেননা, সেখানে রেকর্ডিং করতে এসেছিলেন গায়ক রাঘব চট্টোপাধ্যায়। রইল একমাত্র সাক্ষী TV9 বাংলার তোলা প্রতি মুহূর্তের এক্সক্লুসিভ কিছু ছবি।

1 / 7
যে গানটিকে ঘিরে এত ব্যস্ততা ছিল শুক্রবার, সেই গানটির নাম 'স্বপ্নেরই ঝিনুকে'। গানটি নতুন করে প্রেমের স্বপ্ন দেখায়।

যে গানটিকে ঘিরে এত ব্যস্ততা ছিল শুক্রবার, সেই গানটির নাম 'স্বপ্নেরই ঝিনুকে'। গানটি নতুন করে প্রেমের স্বপ্ন দেখায়।

2 / 7
পুজো শুরু হওয়ার একেবারে প্রাক লগ্নে করতে এসেছিলেন রাঘব। ভাবছেন পুজোতেই রিলিজ করবে কিনা গানটি। একেবারেই না।

পুজো শুরু হওয়ার একেবারে প্রাক লগ্নে করতে এসেছিলেন রাঘব। ভাবছেন পুজোতেই রিলিজ করবে কিনা গানটি। একেবারেই না।

3 / 7
রাঘবের মতো শিল্পীরা সময়ের আগে চলেন। প্রস্তুতি নিতে শুরু করেন অনেক আগে থেকে। গান রিলিজ করবে এবছর দীপাবলিতে।

রাঘবের মতো শিল্পীরা সময়ের আগে চলেন। প্রস্তুতি নিতে শুরু করেন অনেক আগে থেকে। গান রিলিজ করবে এবছর দীপাবলিতে।

4 / 7
তাই আগে থেকেই রেকর্ডিং সেরে রেখেছেন তিনি। আরও চমক আছে। গানটি লিখেছেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন অদিতিশংকর চক্রবর্তী ও তাঁর সহধর্মিণী ঝুমা চক্রবর্তী।

তাই আগে থেকেই রেকর্ডিং সেরে রেখেছেন তিনি। আরও চমক আছে। গানটি লিখেছেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন অদিতিশংকর চক্রবর্তী ও তাঁর সহধর্মিণী ঝুমা চক্রবর্তী।

5 / 7
এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই - অদিতি ও ঝুমা দু'জনেই পেশায় আইনজীবী। স্বপ্ন ছিল গানের জগতে কিছু করবেন। প্রতিভা দেখে তাঁদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন রাঘবের মতো একজন শিল্পী।

এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই - অদিতি ও ঝুমা দু'জনেই পেশায় আইনজীবী। স্বপ্ন ছিল গানের জগতে কিছু করবেন। প্রতিভা দেখে তাঁদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন রাঘবের মতো একজন শিল্পী।

6 / 7
প্রেমের গানটি রাহুল দেব বর্মনের নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনতে পারে বলে বিশ্বাস গোটা টিমের।

প্রেমের গানটি রাহুল দেব বর্মনের নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনতে পারে বলে বিশ্বাস গোটা টিমের।

7 / 7
হাসি-গল্প-আড্ডায় হইহই করে রেকর্ডিং চলল। সেই রেকর্ডিংয়ের একমাত্র সাক্ষী ছিল TV9 বাংলা।

হাসি-গল্প-আড্ডায় হইহই করে রেকর্ডিং চলল। সেই রেকর্ডিংয়ের একমাত্র সাক্ষী ছিল TV9 বাংলা।

Next Photo Gallery