TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Oct 08, 2021 | 8:54 PM
কলকাতা: মহালয়ার (Mahalaya) দিন শুরু। চেতলা অগ্রণীর মাতৃমূর্তিতে নিজের হাতে চক্ষুদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তার পর ৮ তারিখ পর্যন্ত প্রায় ত্রিশটি বড় পুজোর উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাত ধরে।
বুধবার, মহালয়ার দিনই ছয় ছয়টি পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন নাকতলা উদয়ন সংঘ, সেলিমপুর, বাবুবাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্কের মতো শহরের বড় পুজোগুলির উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। শেষে চেতলা অগ্রণীতে দুর্গা মূর্তিতে নিজে তুলি হাতে চক্ষুদান করেছেন তিনি।
আর তার পর প্রতিপদে শহরের ১২টি পুজো মণ্ডপের দ্বার খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। খিদিরপুর ৭৪ পল্লী, খিদিরপুর ২৫ পল্লী, বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামাতা, ২১ পল্লী, আদি বালিগঞ্জ, গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক, কালীঘাট মিলন সংঘের মতো একটার পর একটা পুজো মণ্ডপের উদ্বোধন করলেন তিনি। কোথাও কোথাও কিছুক্ষণের জন্য বক্তব্য রাখলেন। ছোটবেলার পুজোর স্মৃতি ধরলেন কোথাও কোথাও। কোথাও আবার ছবিও আঁকতে দেখা গিয়েছে মমুখ্যমন্ত্রীকে। যেমন ২১ পল্লীর মণ্ডপে গিয়ে ব্ল্যাকবোর্ডে দুর্গার মুখ আঁকেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার প্রায় এক ডজনের বেশি পুজোর উদ্বোধন করে শুক্রবারও একের পর এক পুজোর উদ্বোধনন করেছেন। এদিনও প্রায় ১৩টি বড় পুজোর উদ্বোধন হচ্ছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। যার মধ্যে রয়েছে একডালিয়া, ফাল্গুনী, হিন্দুস্তান পার্ক, শিবমন্দির, হিন্দুস্তান পার্কের মতো পুজো।
গত কয়েক বছর ধরে নিয়মিত বড় পুজোগুলোর উদ্বোধন করে এসেছেন মুখ্যমন্ত্রী। এবার তো আবার পুজোয় নতুন একটি অ্যালবামে একটি পুরো গানও রেকর্ড করে ফেলেছেন তিনি।