Indian Players In County: এক মরসুমে ছয় ভারতীয়, কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন মহম্মদ সিরাজ
চলতি মরসুমে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন মোট ছয়জন ভারতীয় ক্রিকেটার। সর্বশেষ ক্রিকেটার হিসেবে ওয়ারউইকশায়ারে যোগ দিয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের পিচে ওয়ারউইকশায়ারকে সাফল্য দেবেন বলে আশা হায়দরাবাদি বোলারের। মরসুমের শেষ তিনটি ম্যাচ খেলবেন তিনি।