Janmashtami 2022: রাত পোহালেই জন্মাষ্টমী! ছুটির দিনে গ্র্যান্ড সেলিব্রেশনের সাক্ষী থাকতে এই ৫ জায়গাই সেরা
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 18, 2022 | 10:56 PM
Celebration of Krishna Janmashtami: কৃষ্ণের জন্মবার্ষিকী নিয়ে সারা দেশ মেতে উঠেছে। সবচেয়ে জনপ্রিয় হিন্দু উত্সবগুলির মধ্যে একটি হল জন্মাষ্টমী। ভারতে জন্মাষ্টমীকে গোকুলাষ্টমী নামেও পরিচিত।
1 / 7
ভারতে জন্মাষ্টমীকে গোকুলাষ্টমী নামেও পরিচিত। সবচেয়ে সুপরিচিত হিন্দু দেবতাদের মঝ্যে একজন কৃষ্ণ হলে বিষ্ণুর অষ্টম অবতার। জন্মাষ্টমী উত্সব উপলক্ষ্যে সারা দেশজুড়ে উত্সবের মেজাজ থাকে।
2 / 7
মথুরা: কথিত আছে, শ্রীকৃষ্ণেক জন্মস্থান হিসেবে মথুরায় ধুমধমা করে জন্মাষ্টমী উত্সব পালন করা হয়। এখানে পালিত হয় দুটি উত্সব। ঝুলন উত্সব ও ঘাটাস। এখানে অধিকাংশের বাড়িতেই কৃষ্ণে মূর্তিকে দোলনার উপর ঝুলিয়ে দোল দেন। পুজো করার আগে কৃষ্ণের মূর্তিকে ভোরবেলা দুধ, দই, মধু এমনকি ঘি দিয়ে স্নান করানো হয়। স্নান করার পর নতুন পোশাক, অলংকার দিয়ে সাজানো হয়। মথুরার সব বাড়ির ও মন্দিরের সামনেই কৃষণের পুজো করা হয়।
3 / 7
গোকূল: শ্রীকৃষ্ণের শশব কেটেছে এই জায়গায়। গোকৃলেই দত্তক পিতামাতা, যশোদা ও নন্দের সঙ্গে বড় হয়েছেন। গোকূলের বাসিন্দার জন্মাষ্টমা পালন করেন পরের দিনে। কারণ, যেদিন কৃষ্ণের জন্মের একদিন পরে গোকূলবাসীরা তাঁর অস্তিত্ব টের পেয়েছিলেন। তাই সেদিনই তার জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
4 / 7
এখানে রাধারমণ মন্দির ও রাধা দামোদর হল গোকূলের তীর্থযাত্রীদের জন্য সবচেয়ে সুপরিচিত দুটি মন্দির। এদিন মধ্যরাত পর্যন্ত সংস্কৃত মন্ত্র, স্তুতি পাঠের পর শ্রীকৃষ্ণের অভিষেক করা হয়।
5 / 7
বৃন্দাবন: কৃষ্ণের জন্মদিনের ১০দিন আগে বৃন্দাবনে জন্মাষ্টমীর উত্সব শুরু হয়। ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি হল বৃন্দাবনের গোবিন্দ দেব মন্দির। আরেকটি আকর্ষণীয় স্থান হল নিধিবন। তুলসী গাছের জঙ্গলে ঘেরা এই জায়গাটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রসঙ্গত বৃন্দাবনে চার হাজারেরও বেশি কৃষ্ণ মন্দির রয়েছে। এদিন সকলেই অত্যন্ত আবেগের সঙ্গে জন্মাষ্টমী পালন করে থাকেন।
6 / 7
মুম্বই: আলোর রোশনাইয়ের শহর হল মুম্বই। সবচেয়ে জনপ্রিয় দুটি উত্সব এখানে পালন করা হয়। জন্মাষ্টমী ও গণেশ চতুর্থী। দহি হান্ডি রীতি এখানে বহুল প্রচলিত। প্রচুর সংখ্যক মানুষ একটি পিরামিড তৈরি করে উচুতে ঝোলানো একটি মাটির পাত্রে দই ও দুধ রাখা থাকে, সেই হাঁড়িটিই ভেঙে ফেলার প্রস্তুতিকে দহি হান্ডি উত্সব বলা হয়ে থাকে। পৌরাণিক কাহিনি মতে, কৃষ্ণের শৈশবে দই ও মাখন চুরি করার সময় বন্ধুদের সঙ্গে পিরামিড করে মাটির হাঁড়ি ভেঙে ফেলত। ওরলি, থান ও যোগেশ্বরীতে দহি হাণ্ডি বেশি জনপ্রিয়।
7 / 7
কেরালা: উত্তর ভারতের মত দক্ষিণ ভারতেও পালন করা হয় জন্মাষ্টমী। পালপায়াসাম ও আপাম এই দুটি বিশেষ করে খাবার তৈরি করা হয় এইদিনে। কৃষ্ণকে ভোগ হিসেবেও নিবেদন করা হয়। কেরালার গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিররে কেন্দ্র করে এখানে দিনভর পুজো ও আরতি করা হয়। গুরুভায়ুর মন্দিরের হাতিগুলি বালকৃষ্ণ ও সোনার মূর্তি বহন করে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।