Yuzvendra-Dhanashree: পদবী বদলে ফেললেন ধনশ্রী, ‘নতুন জীবনে’র ইঙ্গিত যুজবেন্দ্রর; বিয়ে ভাঙছে চাহালের?
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 19, 2022 | 11:37 AM
সব জল্পনার সূত্রপাত ইনস্টাগ্রাম থেকে। সর্বদা হাসিখুশি, বেশ ছন্দে জীবন কাটছিল জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার। বরের সঙ্গে আয়ারল্যান্ড সফরে গিয়ে রাস্তার উপর নেচে ফাটিয়ে দিলেন ধনশ্রী। হঠাৎ যেন সব পাল্টে গেল। ইনস্টাগ্রাম থেকে 'চাহাল' পদবী সরিয়ে নিলেন ধনশ্রী। কিন্তু কেন?
1 / 5
সব জল্পনার সূত্রপাত ইনস্টাগ্রাম থেকে। সর্বদা হাসিখুশি, বেশ ছন্দে জীবন কাটছিল জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার। বরের সঙ্গে আয়ারল্যান্ড সফরে গিয়ে রাস্তার উপর নেচে ফাটিয়ে দিলেন ধনশ্রী। হঠাৎ যেন সব পাল্টে গেল। ইনস্টাগ্রাম থেকে 'চাহাল' পদবী সরিয়ে নিলেন ধনশ্রী। কিন্তু কেন? (ছবি:ইনস্টাগ্রাম)
2 / 5
ক্রিকেট সমর্থকরা যখন নিজেদের মতো করে এর কারণ ভাবতে শুরু করেছেন ঠিক তখনই চাহালের ইনস্টাগ্রামের স্টোরিতে ভেসে উঠল একটি পোস্ট। 'নিউ লাইফ লোডিং'। (ছবি:ইনস্টাগ্রাম)
3 / 5
তাহলে কী চাহাল দম্পতির দেড় বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে? ক্রিকেট মহলে মিষ্টি কাপল হিসেবে পরিচিত চাহাল-ধনশ্রী কী বিচ্ছেদের পথে হাঁটছেন?(ছবি:ইনস্টাগ্রাম)
4 / 5
ইউটিউবার-কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা ক্রিকেটার স্বামীর পাশে সবসময় দাঁড়িয়েছেন। ম্যাচে যুজিকে চিয়ার করার জন্য সর্বদা উপস্থিত থাকেন। দু'জনের মধ্যে এমন কী ঘটল? অনুরাগীরা ভেবে কূল পাচ্ছেন না।(ছবি:ইনস্টাগ্রাম)
5 / 5
২০২০ সালের ডিসেম্বরে ভরা কোভিডকালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন যুজবেন্দ্র-ধনশ্রী। কোভিডের সময় অনলাইনে নাচ শিখতে গিয়ে সেলিব্রিটি কোরিওগ্রাফার ধনশ্রীর সঙ্গে আলাপ। (ছবি:ইনস্টাগ্রাম)