SA20: ওয়েন পার্নেলকে নেতা করে কেমন দল গড়ল প্রিটোরিয়া ক্যাপিটালস?
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jan 08, 2023 | 9:24 AM
Pretoria Capitals: নিন্দুকেরা বলছে, এতো আইপিএলের মিনি সংস্করণ। শুধু শহরের নামগুলোই যা অন্য। কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের। যার নাম এসএ২০ লিগ (South Africa T20 League)। যার অন্যতম দল প্রিটোরিয়া ক্যাপিটালস। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির দল হল প্রিটোরিয়া।
1 / 6
ক্যাপ্টেন হিসেবেল দলটি বেছে নিয়েছে সে দেশেরই অভিজ্ঞ অলরাউন্ডার ওয়েন পার্নেলকে। ৩৩ বছরের পার্নেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে সুপরিচিত। ৫৩টি টি-২০ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে ২০০-র বেশি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে ৩০০টি উইকেট এবং ছয়টি অর্ধশতরান রয়েছে। (ছবি:টুইটার)
2 / 6
নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার জিমি নিশাম ২০১৪ সাল থেকে আইপিএল খেলে আসছেন। নিজের প্রথম মরসুমে দিল্লির ফ্র্যাঞ্চাইজির সদস্য ছিলেন। মাঝে পঞ্জাব কিংস (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব), মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছিলেন। ২০২২ সালে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়। ৩২ বছরের ব্যাটার অলরাউন্ডার নিশ্চিতভাবে দলের সম্পদ। (ছবি:টুইটার)
3 / 6
আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ২০২১, ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের হয়ে বল হাতে বাহবা কুড়িয়েছেন অনরিখ নর্টজে। দুটি টুর্নামেন্টে ইকোনমি রেট ৫.৩৭। চোট আঘাতের পর্ব কাটিয়ে দেশের হয়ে খেলেছেন। প্রিটোরিয়া ক্যাপিটালসও নর্টজের কাছে একই পারফরম্যান্স চাইবে। (ছবি:টুইটার)
4 / 6
ফিল সল্ট: ক্যাপিটালসের টপ অর্ডারের অন্যতম ভরসা হতে চলেছেন সল্ট। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে উইকেটকিপিংয়েও দক্ষ। ২৬ বছরের সল্টের পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালে ইংল্যান্ডের হয়ে ওডিআই ও ২০২২ সালে টি-২০ অভিষেক। কুড়ি বিশে ফিল সল্টের সর্বোচ্চ স্কোর ৮৮। (ছবি:টুইটার)
5 / 6
টি-২০ ফ্র্যাঞ্চাইজি সার্কিটে অপিরিচিত নন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রোসো। পিএসএল, বিপিএল, বিগ ব্যাশ লিগে নিজের জায়গা তৈরি করে রোসো। ২০২২ সালে প্রোটিয়া দলে প্রত্যাবর্তন। দুটো টি-২০ শতরান এবং একটি অপরাজিত ৯৬ রানের ইনিংস রয়েছে তাঁর নামের পাশে।(ছবি:টুইটার)
6 / 6
অভিজ্ঞ ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ প্রিটোরিয়া ক্যাপিটালসের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন। টি-২০ ফরম্যাটে আদিলের ঝুলিতে রয়েছে ২৭৫টি উইকেট। (ছবি:টুইটার)