Skin Care: ত্বককে উজ্জ্বল করতে চান? জেনে নিন কফির ব্যবহার!

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 01, 2021 | 3:25 PM

সকালের এক কাপ কফি যেমন আপনার শরীরকে তরতাজা করে দেয় তেমনি ত্বকের ওপরও দুর্দান্ত কাজ করে। ব্রণের সমস্যা থেকে শুরু করে ত্বকের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে কফি। এর পিছনে দায়ী হল কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে কফি ব্যবহার করে ত্বকের স্বাস্থ্য উন্নত করা যায়...

1 / 7
কফি দিয়ে ত্বকে স্ক্রাব করলে ত্বকের মরা কোষগুলি দূর হয়ে যায় এবং ত্বক উজ্জ্বল হয়। কফির সাথে লেবুর রস মিশিয়ে বাড়িতেই স্ক্রাবার বানিয়ে নিতে পারেন।

কফি দিয়ে ত্বকে স্ক্রাব করলে ত্বকের মরা কোষগুলি দূর হয়ে যায় এবং ত্বক উজ্জ্বল হয়। কফির সাথে লেবুর রস মিশিয়ে বাড়িতেই স্ক্রাবার বানিয়ে নিতে পারেন।

2 / 7
এক চামচ কফির সাথে তিন চামচ দই মিশিয়ে বানিয়ে নিন কফির ফেস প্যাক। এই ফেস প্যাক আপনার ত্বকের বার্ধক্য জনিত সমস্যা যেমন কুঁচকে যাওয়া ত্বক ইত্যাদি দূর করতে সাহায্য করবে।

এক চামচ কফির সাথে তিন চামচ দই মিশিয়ে বানিয়ে নিন কফির ফেস প্যাক। এই ফেস প্যাক আপনার ত্বকের বার্ধক্য জনিত সমস্যা যেমন কুঁচকে যাওয়া ত্বক ইত্যাদি দূর করতে সাহায্য করবে।

3 / 7
চোখ ফুলে যাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। কিন্তু সাধারণ ভাবে এই সমস্যাকে হাত থেকে রেহাই পাওয়ার জন্য, গরম জলে কফি মিশিয়ে চোখের ওপর সেক দিন।

চোখ ফুলে যাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। কিন্তু সাধারণ ভাবে এই সমস্যাকে হাত থেকে রেহাই পাওয়ার জন্য, গরম জলে কফি মিশিয়ে চোখের ওপর সেক দিন।

4 / 7
কফি ত্বকের ট্যান তুলতে সাহায্য করে। কফির সাথে লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করলে আপনার ত্বকের ট্যান দূর হয়ে যেতে পারে।

কফি ত্বকের ট্যান তুলতে সাহায্য করে। কফির সাথে লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করলে আপনার ত্বকের ট্যান দূর হয়ে যেতে পারে।

5 / 7
ব্রণর সমস্যার হাত থেকে রেহাই পেতেও ব্যবহার করতে পারেন কফি। মধু, অ্যালোভেরা জেল এবং ল্যাভেন্ডার এসেন্সিয়াল তেলের সাথে কফির পেস্ট বানিয়ে মুখে লাগান।

ব্রণর সমস্যার হাত থেকে রেহাই পেতেও ব্যবহার করতে পারেন কফি। মধু, অ্যালোভেরা জেল এবং ল্যাভেন্ডার এসেন্সিয়াল তেলের সাথে কফির পেস্ট বানিয়ে মুখে লাগান।

6 / 7
সেলুলাইটের সমস্যা থেকে রেহাই পেতে কফি দিয়ে প্রভাবিত অংশে স্ক্রাব করুন। কফি সেলুলাইটের সাথে লড়াই করতে সক্ষম এবং ওই অংশকে এক্সফলিয়েট করতে সাহায্য করে।

সেলুলাইটের সমস্যা থেকে রেহাই পেতে কফি দিয়ে প্রভাবিত অংশে স্ক্রাব করুন। কফি সেলুলাইটের সাথে লড়াই করতে সক্ষম এবং ওই অংশকে এক্সফলিয়েট করতে সাহায্য করে।

7 / 7
কফির সাথে অলিভ অয়েল মিশিয়ে চোখের তলায় ১০ থেকে ১৫ মিনিট রাখলেই দূর হয়ে যাবে ডার্ক সার্কেল।

কফির সাথে অলিভ অয়েল মিশিয়ে চোখের তলায় ১০ থেকে ১৫ মিনিট রাখলেই দূর হয়ে যাবে ডার্ক সার্কেল।

Next Photo Gallery