RSWS 2022: জয়সূর্যর স্পিন ভেল্কিতে বড় জয় শ্রীলঙ্কা লেজেন্ডের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 14, 2022 | 7:00 AM

Sanath Jayasuriya: ক্লাস চিরস্থায়ী। আরও একবার করে দেখালেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সনৎ জয়সূর্য। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তাঁর বোলিংয়ে ভর করে ৭ উইকেটে জিতল শ্রীলঙ্কা লেজেন্ড। ৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নেন জয়সূর্য। রান তাড়ায় অবশ্য তাঁকে নামতে হয়নি।

1 / 5
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা লেজেন্ডের অধিনায়ক তিলকরত্নে দিলশান। ইংল্যান্ড লেজেন্ডের নেতৃত্বে ইয়ান বেল (Ian Bell)। (ছবি: টুইটার)

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা লেজেন্ডের অধিনায়ক তিলকরত্নে দিলশান। ইংল্যান্ড লেজেন্ডের নেতৃত্বে ইয়ান বেল (Ian Bell)। (ছবি: টুইটার)

2 / 5
স্পিন ভেল্কিতে কুপোকাত ইংল্যান্ড। ১৯ ওভারে মাত্র ৭৮ রানেই অলআউট ইংল্যান্ড। অধিনায়ক ইয়ান বেল সর্বাধিক ১৫ রান করেন। (ছবি: টুইটার)

স্পিন ভেল্কিতে কুপোকাত ইংল্যান্ড। ১৯ ওভারে মাত্র ৭৮ রানেই অলআউট ইংল্যান্ড। অধিনায়ক ইয়ান বেল সর্বাধিক ১৫ রান করেন। (ছবি: টুইটার)

3 / 5
শ্রীলঙ্কার অলরাউন্ডার সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya) বল হাতে কামাল করলেন। বাঁ হাতি স্পিনার জয়সূর্য ৪ ওভারের মধ্যে ২ টো মেডেন দিলেন। মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নেন জয়সূর্য। আর এক বাঁ হাতি স্পিনার চতুরঙ্গ ডি সিলভা ২ উইকেট নেন। (ছবি: টুইটার)

শ্রীলঙ্কার অলরাউন্ডার সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya) বল হাতে কামাল করলেন। বাঁ হাতি স্পিনার জয়সূর্য ৪ ওভারের মধ্যে ২ টো মেডেন দিলেন। মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নেন জয়সূর্য। আর এক বাঁ হাতি স্পিনার চতুরঙ্গ ডি সিলভা ২ উইকেট নেন। (ছবি: টুইটার)

4 / 5
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানেই ফেরেন অধিনায়ক তিলকরত্নে দিলশান (Tillakaratne Dilshan)। আরেক ওপেনার দিলশান মুনাবীরা ২৪ রান করেন। একেবারেই তাড়াহুড়োর মধ্যে হাঁটেনি শ্রীলঙ্কা। (ছবি: টুইটার)

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানেই ফেরেন অধিনায়ক তিলকরত্নে দিলশান (Tillakaratne Dilshan)। আরেক ওপেনার দিলশান মুনাবীরা ২৪ রান করেন। একেবারেই তাড়াহুড়োর মধ্যে হাঁটেনি শ্রীলঙ্কা। (ছবি: টুইটার)

5 / 5
উপুল থারাঙ্কা ১৯ বলে ২৩ রান করেন। শেষ অবধি ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। দিমিত্রি মাসকারানহাস ১ ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট নেন। (ছবি: টুইটার)

উপুল থারাঙ্কা ১৯ বলে ২৩ রান করেন। শেষ অবধি ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। দিমিত্রি মাসকারানহাস ১ ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট নেন। (ছবি: টুইটার)

Next Photo Gallery