Bangla News Photo gallery Smriti Mandhana becomes fourth Indian to breach T20I landmark, she joins Rohit Sharma, Virat Kohli in elite list
Smriti Mandhana: রোহিত-বিরাটদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন স্মৃতি মান্ধানা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 11, 2022 | 9:30 AM
মহিলাদের এশিয়া কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। থাইল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নামেন স্মৃতি। আর এই মাইলস্টোন গড়ে তিনি রোহিত-বিরাটদের এলিট গ্রুপেও ঢুকে পড়েছেন।
1 / 5
মহিলাদের এশিয়া কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। থাইল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নামেন স্মৃতি। আর এই মাইলস্টোন গড়ে তিনি রোহিত-বিরাটদের এলিট গ্রুপেও ঢুকে পড়েছেন।
2 / 5
স্মৃতির মাইলস্টোন ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার স্পিনারদের দাপটে থাইল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছিলেন।
3 / 5
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০তম ম্যাচে খেলা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। স্মৃতির মাইলফলক ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর হাতে বিশেষ ক্যাপ তুলে দেন বাংলার মেয়ে রিচা ঘোষ।
4 / 5
স্মৃতির আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচে খেলার রেকর্ড রয়েছে রোহিত শর্মা (১৪২টি ম্যাচ), হরমনপ্রীত কৌর (১৩১ ম্যাচ) ও বিরাট কোহলির (১০৯টি ম্যাচ)।
5 / 5
শততম ম্যাচে স্মৃতিকে ব্যাট হাতে নামতে হয়নি। ম্যাচের শেষে তিনি বলেন, "ভারতের হয়ে ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলে দারুণ লাগছে। আমরা বড় জয় পেয়েছি। বেশ মজার দলের সঙ্গে খেলেছি এবং আমি আমার ১০০তম টি-২০ ম্যাচ ওদের সঙ্গে খেলতে পেরে খুশি। আমি এটা বলছি না, ওরা (থাইল্যান্ড) দুর্বল প্রতিপক্ষ। পুরো টুর্নামন্টে ওরা ভালো ক্রিকেট খেলেছে। দু'দিনের মধ্যে সেমিফাইনাল। যার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।"