Smriti Mandhana: রোহিত-বিরাটদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন স্মৃতি মান্ধানা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 11, 2022 | 9:30 AM

মহিলাদের এশিয়া কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। থাইল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নামেন স্মৃতি। আর এই মাইলস্টোন গড়ে তিনি রোহিত-বিরাটদের এলিট গ্রুপেও ঢুকে পড়েছেন।

1 / 5
মহিলাদের এশিয়া কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। থাইল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নামেন স্মৃতি। আর এই মাইলস্টোন গড়ে তিনি রোহিত-বিরাটদের এলিট গ্রুপেও ঢুকে পড়েছেন।

মহিলাদের এশিয়া কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। থাইল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নামেন স্মৃতি। আর এই মাইলস্টোন গড়ে তিনি রোহিত-বিরাটদের এলিট গ্রুপেও ঢুকে পড়েছেন।

2 / 5
স্মৃতির মাইলস্টোন ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার স্পিনারদের দাপটে থাইল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছিলেন।

স্মৃতির মাইলস্টোন ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার স্পিনারদের দাপটে থাইল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছিলেন।

3 / 5
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০তম ম্যাচে খেলা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। স্মৃতির মাইলফলক ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর হাতে বিশেষ ক্যাপ তুলে দেন বাংলার মেয়ে রিচা ঘোষ।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০তম ম্যাচে খেলা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। স্মৃতির মাইলফলক ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর হাতে বিশেষ ক্যাপ তুলে দেন বাংলার মেয়ে রিচা ঘোষ।

4 / 5
স্মৃতির আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচে খেলার রেকর্ড রয়েছে রোহিত শর্মা (১৪২টি ম্যাচ), হরমনপ্রীত কৌর (১৩১ ম্যাচ) ও বিরাট কোহলির (১০৯টি ম্যাচ)।

স্মৃতির আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচে খেলার রেকর্ড রয়েছে রোহিত শর্মা (১৪২টি ম্যাচ), হরমনপ্রীত কৌর (১৩১ ম্যাচ) ও বিরাট কোহলির (১০৯টি ম্যাচ)।

5 / 5
শততম ম্যাচে স্মৃতিকে ব্যাট হাতে নামতে হয়নি। ম্যাচের শেষে তিনি বলেন, "ভারতের হয়ে ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলে দারুণ লাগছে। আমরা বড় জয় পেয়েছি। বেশ মজার দলের সঙ্গে খেলেছি এবং আমি আমার ১০০তম টি-২০ ম্যাচ ওদের সঙ্গে খেলতে পেরে খুশি। আমি এটা বলছি না, ওরা (থাইল্যান্ড) দুর্বল প্রতিপক্ষ। পুরো টুর্নামন্টে ওরা ভালো ক্রিকেট খেলেছে। দু'দিনের মধ্যে সেমিফাইনাল। যার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।"

শততম ম্যাচে স্মৃতিকে ব্যাট হাতে নামতে হয়নি। ম্যাচের শেষে তিনি বলেন, "ভারতের হয়ে ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলে দারুণ লাগছে। আমরা বড় জয় পেয়েছি। বেশ মজার দলের সঙ্গে খেলেছি এবং আমি আমার ১০০তম টি-২০ ম্যাচ ওদের সঙ্গে খেলতে পেরে খুশি। আমি এটা বলছি না, ওরা (থাইল্যান্ড) দুর্বল প্রতিপক্ষ। পুরো টুর্নামন্টে ওরা ভালো ক্রিকেট খেলেছে। দু'দিনের মধ্যে সেমিফাইনাল। যার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।"

Next Photo Gallery