Bollywood Actors-Intimate Scenes: ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করার সময় সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিলেন এই নায়করা!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

May 22, 2022 | 6:04 PM

Bollywood Actors-Intimate Scenes: শুটিংয়ের সময় অভিনেতারা অনেক সময় দৃশ্যের মধ্যে এত ঢুকে পড়েন, যে তাঁরা দৃশ্য ‘কাট’ হওয়ার পরও তা টের পান না। আর তখনই ঘটিয়ে ফেলেন সাংঘাতিক কাণ্ড!

1 / 8
সিনেমার শুটিং করার সময় অভিনেতারা দৃশ্যের মধ্যে অনেক সময় এতটাই ঢুকে পড়েন, ‘কাট’ও শুনতে পান না।

সিনেমার শুটিং করার সময় অভিনেতারা দৃশ্যের মধ্যে অনেক সময় এতটাই ঢুকে পড়েন, ‘কাট’ও শুনতে পান না।

2 / 8
'দয়াবান' ছবির চুমুর দৃশ্যে বিনোদ খান্না এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে মাধুরীর ঠোঁট কামড়ে দিয়েছিলেন।

'দয়াবান' ছবির চুমুর দৃশ্যে বিনোদ খান্না এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে মাধুরীর ঠোঁট কামড়ে দিয়েছিলেন।

3 / 8
‘আ জেন্টালম্যান’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা আর জ্যাকলিন ফার্নানডেজ চুম্বন দৃ্শ্যে এত গভীরতায় ঢুকে পড়েছিলেন যে, পরিচালকের ‘কাট’-ও শুনতে পারেননি দু’জনে।

‘আ জেন্টালম্যান’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা আর জ্যাকলিন ফার্নানডেজ চুম্বন দৃ্শ্যে এত গভীরতায় ঢুকে পড়েছিলেন যে, পরিচালকের ‘কাট’-ও শুনতে পারেননি দু’জনে।

4 / 8
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করার সময়, রণবীর ‘কাট’ শুনতে পাননি এবং এভলিন শর্মার সঙ্গে সেই দৃশ্যটি করতেই  থাকেন।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করার সময়, রণবীর ‘কাট’ শুনতে পাননি এবং এভলিন শর্মার সঙ্গে সেই দৃশ্যটি করতেই থাকেন।

5 / 8
‘দ্য ফ্লাইং জাঠ’ ছবির শুটিংয়ের সময় পরিচালক রেমো ডি’সুজা ‘কাট’ বলা সত্ত্বেও টাইগার শ্রফ এবং জ্যাকলিন ফার্নানডেজ এত গভীর চুম্বনে ব্যস্ত ছিলেন, যে ‘কাট’ শুনতেই পাননি।

‘দ্য ফ্লাইং জাঠ’ ছবির শুটিংয়ের সময় পরিচালক রেমো ডি’সুজা ‘কাট’ বলা সত্ত্বেও টাইগার শ্রফ এবং জ্যাকলিন ফার্নানডেজ এত গভীর চুম্বনে ব্যস্ত ছিলেন, যে ‘কাট’ শুনতেই পাননি।

6 / 8
‘আই ডোন্ট লাভ ইউ’ ছবির শুটিংয়ের সময় চেতনা পান্ডে-এর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে রুসলান মুমতাজ প্রবল জোর করেন। তিনি পরে তার জন্য ক্ষমা চেয়ে জানান, নিজের উপর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

‘আই ডোন্ট লাভ ইউ’ ছবির শুটিংয়ের সময় চেতনা পান্ডে-এর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে রুসলান মুমতাজ প্রবল জোর করেন। তিনি পরে তার জন্য ক্ষমা চেয়ে জানান, নিজের উপর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

7 / 8
বিনোদ খান্না মাধুরীর আগেও একবার অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করার সময় একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে পড়েন ডিম্পল কাপাডিয়ার সঙ্গে। ‘প্রেম ধরম’ ছবির শুটিংয়ে তিনি এত গভীর চুম্বনে মগ্ন হন, যে পরিচালকের ‘কাট’ শুনতে পাননি। পরে মহেশ ভাট ডিম্পলের কাছে এর জন্য ক্ষমা চান।

বিনোদ খান্না মাধুরীর আগেও একবার অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করার সময় একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে পড়েন ডিম্পল কাপাডিয়ার সঙ্গে। ‘প্রেম ধরম’ ছবির শুটিংয়ে তিনি এত গভীর চুম্বনে মগ্ন হন, যে পরিচালকের ‘কাট’ শুনতে পাননি। পরে মহেশ ভাট ডিম্পলের কাছে এর জন্য ক্ষমা চান।

8 / 8
‘প্রেম প্রতিজ্ঞা’ ছবির শুটিং একটি ধর্ষণ দৃশ্যের শুটিংয়ের সময় রঞ্জিত মাধুরীর উপর অতিরিক্ত জোর করেন। এতে মাধুরী এতটাই ভীত হয়ে পড়েন যে, তিনি তারপর রঞ্জিতকে স্পর্শ করতে বারণ করেন।

‘প্রেম প্রতিজ্ঞা’ ছবির শুটিং একটি ধর্ষণ দৃশ্যের শুটিংয়ের সময় রঞ্জিত মাধুরীর উপর অতিরিক্ত জোর করেন। এতে মাধুরী এতটাই ভীত হয়ে পড়েন যে, তিনি তারপর রঞ্জিতকে স্পর্শ করতে বারণ করেন।

Next Photo Gallery
Deepak Chahar-Jaya Bharadwaj: বিয়ের পিড়িতে বসতে চলেছেন দীপক-জয়া, ভাইরাল তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র, দেখুন ছবি
Karni Sena-Akshay Kumar: অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’ ছবি নিয়ে সমস্যা করনি সেনার, এর আগেও এই বাহিনির রোষে মুখে একাধিক বলিউডি ছবি