Bangla NewsPhoto gallery Deepak Chahar And Jaya Bharadwaj Set To Get Married on 1 June here see their Viral Wedding Card
Deepak Chahar-Jaya Bharadwaj: বিয়ের পিড়িতে বসতে চলেছেন দীপক-জয়া, ভাইরাল তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র, দেখুন ছবি
চোটের কারণে চলতি বছরের আইপিএলে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের ১৪ কোটি টাকার প্লেয়ার দীপক চাহার (Deepak Chahar)। গত বছর আইপিএলে খেলার সময় দুবাইয়ের মাঠে প্রেমিকা জয়া ভরদ্বাজকে (Jaya Bharadwaj) গ্যালারিতেই হাঁটু মুড়ে বসে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন দীপক। এ বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন দীপক-জয়া। নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র। সেখান থেকেই জানা গিয়েছে, আগামী ১ জুন দীপক-জয়ার চার হাত এক হতে চলেছে।