Deepak Chahar-Jaya Bharadwaj: বিয়ের পিড়িতে বসতে চলেছেন দীপক-জয়া, ভাইরাল তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 22, 2022 | 4:26 PM

চোটের কারণে চলতি বছরের আইপিএলে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের ১৪ কোটি টাকার প্লেয়ার দীপক চাহার (Deepak Chahar)। গত বছর আইপিএলে খেলার সময় দুবাইয়ের মাঠে প্রেমিকা জয়া ভরদ্বাজকে (Jaya Bharadwaj) গ্যালারিতেই হাঁটু মুড়ে বসে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন দীপক। এ বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন দীপক-জয়া। নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র। সেখান থেকেই জানা গিয়েছে, আগামী ১ জুন দীপক-জয়ার চার হাত এক হতে চলেছে।

1 / 4
গত বছর আইপিএল চলাকালীন দুবাইয়ের গ্যালারিতে প্রেমিকা জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যে ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। (ছবি-দীপক চাহার ইন্সটাগ্রাম)

গত বছর আইপিএল চলাকালীন দুবাইয়ের গ্যালারিতে প্রেমিকা জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যে ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। (ছবি-দীপক চাহার ইন্সটাগ্রাম)

2 / 4
এ বারের আইপিএলে চোটের কারণে খেলতে পারেননি সিএসকের সব থেকে দামি প্লেয়ার দীপক। (ছবি- দীপক চাহার ইন্সটাগ্রাম)

এ বারের আইপিএলে চোটের কারণে খেলতে পারেননি সিএসকের সব থেকে দামি প্লেয়ার দীপক। (ছবি- দীপক চাহার ইন্সটাগ্রাম)

3 / 4
বিয়ের পিড়িতে বসতে চলেছেন দীপক-জয়া। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। (ছবি-টুইটার)

বিয়ের পিড়িতে বসতে চলেছেন দীপক-জয়া। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। (ছবি-টুইটার)

4 / 4
দীপক-জয়ার ভাইরাল হওয়া বিয়ের আমন্ত্রণপত্র থেকেই জানা গিয়েছে, আগামী ১ জুন সাতপাঁকে বাঁধা পড়তে চলেছেন দীপক-জয়া। (ছবি-জয়া ভরদ্বাজ ইন্সটাগ্রাম)

দীপক-জয়ার ভাইরাল হওয়া বিয়ের আমন্ত্রণপত্র থেকেই জানা গিয়েছে, আগামী ১ জুন সাতপাঁকে বাঁধা পড়তে চলেছেন দীপক-জয়া। (ছবি-জয়া ভরদ্বাজ ইন্সটাগ্রাম)

Next Photo Gallery
Kylian Mbappe: ২০২৫ অবধি পিএসজিতেই থাকছেন এমবাপে
Ayurvedic Tips: এক গ্লাস গরম দুধে মিশিয়ে দিন এক চিমটে মৌরি! উপকার গুণে শেষ করতে পারবেন না