Kylian Mbappe: ২০২৫ অবধি পিএসজিতেই থাকছেন এমবাপে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 22, 2022 | 3:35 PM

রিয়াল মাদ্রিদে সই করলেন না ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পিএসজিতেই (PSG) ফের তিন বছরের জন্য চুক্তি বাড়ালেন এমবাপে। লিগ ওয়ানের শেষ ম্যাচে মেটজের বিরুদ্ধে ম্যাচের আগে এমবাপে জানিয়ে দেন, ফ্রান্সে, প্যারিসে নিজের শহরে থাকতে পেরে তিনি খুশি। ২০২৫ সাল অবধি এমবাপের ঠিকানা রইল পিএসজি। কিছুদিন আগে মাদ্রিদে দেখা গিয়েছিল এমবাপেকে। তখন স্বাভাবিকভাবেই জল্পনা বেড়ে গিয়েছিল, যে তিনি হয়তো এ বার রিয়াল জার্সিতে খেলবেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন এমবাপে।

1 / 4
কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার দৌড়ে প্রবল চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের শত চেষ্টাও সফল হল না। (ছবি-পিএসজি টুইটার)

কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার দৌড়ে প্রবল চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের শত চেষ্টাও সফল হল না। (ছবি-পিএসজি টুইটার)

2 / 4
২০২৫ সালের ৩০ জুন অবধি এমবাপের সঙ্গে নতুন চুক্তি করেছে পিএসজি। (ছবি-পিএসজি টুইটার)

২০২৫ সালের ৩০ জুন অবধি এমবাপের সঙ্গে নতুন চুক্তি করেছে পিএসজি। (ছবি-পিএসজি টুইটার)

3 / 4
দ্য সান এর প্রতিবেদন অনুযায়ী, জানা গিয়েছে ৮৯৮ মিলিয়ন ডলারে পিএসজিতে ২০১৫ সাল অবধি চুক্তি বাড়িয়েছেন এমবাপে। (ছবি-পিএসজি টুইটার)

দ্য সান এর প্রতিবেদন অনুযায়ী, জানা গিয়েছে ৮৯৮ মিলিয়ন ডলারে পিএসজিতে ২০১৫ সাল অবধি চুক্তি বাড়িয়েছেন এমবাপে। (ছবি-পিএসজি টুইটার)

4 / 4
পিএসজিতে চুক্তি বাড়ানোর দিন সমর্থকদের বড় জয় উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানের শেষ ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন। (ছবি-পিএসজি টুইটার)

পিএসজিতে চুক্তি বাড়ানোর দিন সমর্থকদের বড় জয় উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানের শেষ ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন। (ছবি-পিএসজি টুইটার)

Next Photo Gallery
Sharbat: গরমে মরসুমি ফলের তৈরি শরবত পান করছেন? কতটা স্বাস্থ্যকর, জানুন
Chia Seeds: ওজন কমানো ছাড়া আর কী-কী গুণ রয়েছে চিয়া বীজের?