Salman Khan Controversy: শুধু অরিজিৎ নয়, সলমনের বিরুদ্ধে গিয়ে তছনছ হয় আর এক গায়িকার জীবনও, পাঠানো হয় বাক্সভর্তি মল!
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jun 24, 2022 | 2:28 PM
Sona Mohapatra: সলমন খান, বলিউডের ভাইজান। তাঁর বিরদ্ধে আওয়াজ উঠিয়েছিলেন গায়িকা সোনা মহাপাত্র। ফল স্বরূপ যা ঘটেছিল সোনার সঙ্গে তা কল্পনারও অতীত, দাবি সোনা ও তাঁর ঘনিষ্ঠদেরই। ঠিক কী হয়েছিল ছয় বছর আগে?
1 / 7
বলিউডে তাঁর কথাই চলে। কার নতুন এন্ট্রি হবে আর কেই বা হারিয়ে যাবেন অন্তরালে ঠিক করেন তিনিই-- এমনটা অভিযোগ বলিউডের একটা বড় অংশের। তাঁর বিরুদ্ধাচরণ মানে নাকি নিজের পায়েই কুড়ুলের কোপ! তিনি অর্থাৎ সলমন খান, বলিউডের ভাইজান। তাঁর বিরদ্ধে আওয়াজ উঠিয়েছিলেন গায়িকা সোনা মহাপাত্র। ফল স্বরূপ যা ঘটেছিল সোনার সঙ্গে তা কল্পনারও অতীত, দাবি সোনা ও তাঁর ঘনিষ্ঠদেরই। ঠিক কী হয়েছিল ছয় বছর আগে?
2 / 7
২০১৬ সালে মুক্তি পেয়েছিল অনুষ্কা শর্মা ও সলমন খান অভিনীত ছবি 'সুলতান'। বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। কিন্তু সমস্যার শুরু হয় ওই ছবিকে কেন্দ্র করেই। ছবির শুটিং ছিল বেজায় কষ্টসাপেক্ষ।
3 / 7
শুটিংয়ের জন্য মারাত্মক পরিশ্রম করতে হয় সলমনকে। সেই প্রসঙ্গেই তাঁর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সলমন জানান, শুটিং করার সময় তাঁর নিজেকে এক ধর্ষিত মহিলার মতো মনে হচ্ছে। সলমনের এই কথাতেই শুরু হয় নিন্দার ঝড়। সমাজের এক বড় অংশ প্রতিবাদ করে বলেন, ধর্ষিত মহিলার কষ্টকে অনুধাবন না করে সলমন যে মন্তব্য করেছেন তা শুধুই অনভিপ্রেতই নয়, একই সঙ্গে কুৎসিতও।
4 / 7
প্রতিবাদ করেন কঙ্গনা রানাওয়াত ও সোনা মহাপাত্রের মতো তারকারাও। আর এর পরেই শুরু হয় 'বিপদ'। সলমনকে নারীবিদ্বেষী বলার 'অপরাধে' রীতিমতো অত্যাচার শুরু হয় তাঁর উপর। পরবর্তীতে সাক্ষাৎকারে জানিয়েছিলেন সোনা। ঠিক কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল গায়িকা তা শুনলে শিউরে উঠতে হয়।
5 / 7
সোনার কথায়, "আমার বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছিল, শুধু যে খুনের হুমকি দেওয়া হয় তাই নয়। আমার ছবি মরফ করে বিভিন্ন পর্ণসাইটে ছড়িয়েও দেওয়া হয়েছিল। লাগাতার দেওয়া হয়েছিল গণধর্ষণের হুমকি"। এখানেই কিন্তু শেষ নয়।
6 / 7
সোনা আরও বলেন, "আমি আর স্বামী কাঁদতাম। এখানেই শেষ নয় কৌটোয় করে আমার বাড়িতে পাঠানো হয়েছিল মল। জীবন শেষ করে দেওয়া হয়েছিল প্রায়"। কারা করেছিলেন এই সব?
7 / 7
সোনা জানান, সলমন ভক্তদেরই নিশানায় ছিলেন তিনি। প্রিয় ভাইজানের নামে 'অপ্রিয় সত্য' নাকি কিছুতেই মেনে নিতে পারেননি তাঁরা। কখনও অরিজিৎ সিং আবার কখনও বা সোনা মহাপাত্র-- সলমনের বিরুদ্ধে মুখ খোলা মানেই কি জীবনে বিপদ ডেকে আনা? বলিউড বড় অংশ মনে করেই তাই।