Sourav Ganguly: ভারতের জার্সিতে ইডেনের বাইশগজে সৌরভ!

আরও একবার ইডেনের বাইশ গজে সৌরভ। ইডেনে সৌরভ এ আবার নতুন কী! বাংলা ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতি থাকার সময় প্রায় প্রতি ম্যাচেই তাঁকে বাইশগজে দেখা যেত। কিন্তু যদি বলা হয়, ইডেনের বাইশ গজে টিম ইন্ডিয়ার জার্সিতে মহারাজ! এমনটাই দেখা গেল...। ব্যাট হাতে বাপি বাড়ি যা। অস্ট্রেলিয়ার বোলারকে তুলোধনা। সেঞ্চুরির পর ব্যাট তুলে সেলিব্রেশন। ভাবছেন কী ভাবে সম্ভব? একটি বিজ্ঞাপনী শুটিংয়েই ক্রিকেটের নন্দনকাননে সারা দিন ব্যস্ত ছিলেন মহারাজ। সৌরভের ক্রিকেটজীবনের টুকরো কোলাজ ধরা থাকবে সেই ব্যাঙ্কের ডকু ফিচারে। সে কারণেই টিম ইন্ডিয়ার পুরনো জার্সিতে মহারাজকীয় মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯৯ নম্বর জার্সিতে দেখা গেল তাঁকে।

| Edited By: | Updated on: Nov 07, 2022 | 9:58 PM
আরও একবার ইডেনের বাইশ গজে সৌরভ (Sourav Ganguly)। ইডেনে সৌরভ এ আবার নতুন কী! বাংলা ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতি থাকার সময় প্রায় প্রতি ম্যাচেই তাঁকে বাইশগজে দেখা যেত। (ছবি: নিজস্ব)

আরও একবার ইডেনের বাইশ গজে সৌরভ (Sourav Ganguly)। ইডেনে সৌরভ এ আবার নতুন কী! বাংলা ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতি থাকার সময় প্রায় প্রতি ম্যাচেই তাঁকে বাইশগজে দেখা যেত। (ছবি: নিজস্ব)

1 / 5
যদি বলা হয়, ইডেনের বাইশ গজে টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে মহারাজ! একটু অবাক হওয়ারই কথা। সোমবার ইডেনে (Eden Gardens) এমনটাই দেখা গেল...। (ছবি: নিজস্ব)

যদি বলা হয়, ইডেনের বাইশ গজে টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে মহারাজ! একটু অবাক হওয়ারই কথা। সোমবার ইডেনে (Eden Gardens) এমনটাই দেখা গেল...। (ছবি: নিজস্ব)

2 / 5
ব্যাট হাতে বাপি বাড়ি যা। অস্ট্রেলিয়ার বোলারকে তুলোধনা। সেঞ্চুরির পর ব্যাট তুলে সেলিব্রেশন। ভাবছেন কী ভাবে সম্ভব? (ছবি: নিজস্ব)

ব্যাট হাতে বাপি বাড়ি যা। অস্ট্রেলিয়ার বোলারকে তুলোধনা। সেঞ্চুরির পর ব্যাট তুলে সেলিব্রেশন। ভাবছেন কী ভাবে সম্ভব? (ছবি: নিজস্ব)

3 / 5
একটি বিজ্ঞাপনী শুটিংয়েই ক্রিকেটের নন্দনকাননে সারা দিন ব্যস্ত ছিলেন মহারাজ। সৌরভের ক্রিকেটজীবনের টুকরো কোলাজ ধরা থাকবে সেই ব্যাঙ্কের ডকু ফিচারে। (ছবি: নিজস্ব)

একটি বিজ্ঞাপনী শুটিংয়েই ক্রিকেটের নন্দনকাননে সারা দিন ব্যস্ত ছিলেন মহারাজ। সৌরভের ক্রিকেটজীবনের টুকরো কোলাজ ধরা থাকবে সেই ব্যাঙ্কের ডকু ফিচারে। (ছবি: নিজস্ব)

4 / 5
সে কারণেই টিম ইন্ডিয়ার পুরনো জার্সিতে মহারাজকীয় মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯৯ নম্বর জার্সিতে (India Jersey) দেখা গেল ভারতের অন্যতম সেরা অধিনায়ককে। (ছবি: নিজস্ব)

সে কারণেই টিম ইন্ডিয়ার পুরনো জার্সিতে মহারাজকীয় মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯৯ নম্বর জার্সিতে (India Jersey) দেখা গেল ভারতের অন্যতম সেরা অধিনায়ককে। (ছবি: নিজস্ব)

5 / 5
Follow Us: