Sourav Ganguly: স্কুলশিক্ষার অবিচ্ছেদ্য অংশ হোক খেলাধুলো, আহ্বান সৌরভের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 18, 2022 | 9:48 PM

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, দেশের স্কুলগুলিতে খেলাধুলোকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন।

1 / 6
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, দেশের স্কুলগুলিতে খেলাধুলোকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন। পড়াশোনার মতোই স্কুলগুলিতে খেলোধুলো চর্চা রাখার আবেদন জানিয়েছেন তিনি। (ছবি: UNICEF Video Screengrab )

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, দেশের স্কুলগুলিতে খেলাধুলোকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন। পড়াশোনার মতোই স্কুলগুলিতে খেলোধুলো চর্চা রাখার আবেদন জানিয়েছেন তিনি। (ছবি: UNICEF Video Screengrab )

2 / 6
২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস। তার আগে শুক্রবার UNICEF-এর একটি ভিডিও বার্তায় সৌরভ বলেন, "শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ তাদের শেখার পরিধি বাড়াতে সাহায্য করতে পারে।" (ছবি: UNICEF Video Screengrab )

২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস। তার আগে শুক্রবার UNICEF-এর একটি ভিডিও বার্তায় সৌরভ বলেন, "শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ তাদের শেখার পরিধি বাড়াতে সাহায্য করতে পারে।" (ছবি: UNICEF Video Screengrab )

3 / 6
ভিডিয়োতে সৌরভ বলেন, "শিশুদের হয়ে আমি অনুরোধ করছি যে, সমস্ত বাচ্চাদের খেলাধুলোর সুযোগ দেওয়া হোক। খেলাধুলাকে স্কুল শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করা হোক।" (ছবি: UNICEF Video Screengrab )

ভিডিয়োতে সৌরভ বলেন, "শিশুদের হয়ে আমি অনুরোধ করছি যে, সমস্ত বাচ্চাদের খেলাধুলোর সুযোগ দেওয়া হোক। খেলাধুলাকে স্কুল শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করা হোক।" (ছবি: UNICEF Video Screengrab )

4 / 6
UNISEF ১৪ নভেম্বর জাতীয় শিশু দিবস থেকে শুরু করে ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস পর্যন্ত শিশুদের জন্য সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এই আন্তর্জাতিক সংস্থাটি ২০২২ সালকে খেলাধুলার জন্য উৎসর্গ করেছে। বিশেষ করে খেলাধুলায় শিশুদের কৃতিত্বের জন্য। (ছবি: UNICEF Video Screengrab )

UNISEF ১৪ নভেম্বর জাতীয় শিশু দিবস থেকে শুরু করে ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস পর্যন্ত শিশুদের জন্য সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এই আন্তর্জাতিক সংস্থাটি ২০২২ সালকে খেলাধুলার জন্য উৎসর্গ করেছে। বিশেষ করে খেলাধুলায় শিশুদের কৃতিত্বের জন্য। (ছবি: UNICEF Video Screengrab )

5 / 6
ভিডিয়ো বার্তায়ন বাংলা তথা দেশের এই ক্রিকেট আইকন প্রতিটি শিশুর শিক্ষার অধিকারের পক্ষেও কথা বলেন। বলেন, “প্রত্যেক শিশুর লিঙ্গ, শ্রেণি, বর্ণ বা ধর্ম নির্বিশেষে শিক্ষা লাভের অধিকার থাকা উচিত। জেনে রাখুন, মেয়েদের শিক্ষাদানের মধ্যে দেশ এবং সমগ্র বিশ্বকে বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।” (ছবি: UNICEF Video Screengrab )

ভিডিয়ো বার্তায়ন বাংলা তথা দেশের এই ক্রিকেট আইকন প্রতিটি শিশুর শিক্ষার অধিকারের পক্ষেও কথা বলেন। বলেন, “প্রত্যেক শিশুর লিঙ্গ, শ্রেণি, বর্ণ বা ধর্ম নির্বিশেষে শিক্ষা লাভের অধিকার থাকা উচিত। জেনে রাখুন, মেয়েদের শিক্ষাদানের মধ্যে দেশ এবং সমগ্র বিশ্বকে বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।” (ছবি: UNICEF Video Screengrab )

6 / 6
শিশু খেলোয়াড়দের উপরে 'Heros' নামে একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছে। সেদিকেও সাহায্যের হাত বাড়িয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। ছবিটিতে শিশুদের জীবন, তাদের জীবনযাত্রা, তাদের জীবনের চ্যালেঞ্জ এবং সাফল্যগুলিকে চিত্রিত করা হয়েছে। (ছবি: UNICEF Video Screengrab )

শিশু খেলোয়াড়দের উপরে 'Heros' নামে একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছে। সেদিকেও সাহায্যের হাত বাড়িয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। ছবিটিতে শিশুদের জীবন, তাদের জীবনযাত্রা, তাদের জীবনের চ্যালেঞ্জ এবং সাফল্যগুলিকে চিত্রিত করা হয়েছে। (ছবি: UNICEF Video Screengrab )

Next Photo Gallery
Manika Batra: এশিয়ান কাপের সেমিফাইনালে উঠে ইতিহাস মণিকার
Sunscreen: শীতের আমেজে সানস্ক্রিন মাখছেন না? মারাত্মক ভুল করছেন