বঙ্গে এখন শীতের আমেজ। দিন কমতে থাকার সঙ্গে সঙ্গে সূর্যের তেজও কমছে। তবে আপনি সানস্ক্রিন মাখছেন তো? শীতকাল বলে সানস্ক্রিন এড়িয়ে যাচ্ছেন না তো? যদি এমনটা করেন তাহলে মারাত্মক ভুল করছেন।
সূর্যের তেজ কমলেও এর অতিবেগুনি রশ্মির প্রভাব কমেনি। বরং শীতে ওজন স্তরের ঘনত্ব কমায় সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব বেড়ে যায়। তাই শীতকালে আরও বেশি করে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসার ডেকে আনতে পারে। অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়। তাই সানস্ক্রিন হল ত্বকের ক্যানসার প্রতিরোধে সহজ উপায়।
শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। এক্ষেত্রে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। তবে সানস্ক্রিনও আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পারে। ত্বকের শুষ্কভাব দূর করতে সানস্ক্রিনকে আপনি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।
শীতে ট্যান পড়ে না—এই ধারণা সম্পূর্ণভাবে ভুল। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। হয়তো গরমকালের মতো ট্যান বোঝা যায় না। কিন্তু ট্যানের সমস্যা কমাতে আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে।
বার্ধক্যের ছাপ কমাতে আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। সূর্যের আলো বলিরেখা, সূক্ষ্মরেখার সমস্যা বাড়িয়ে তোলে। সানস্ক্রিন ব্যবহার করতে এই ধরনের সমস্যাগুলো আপনি সহজেই এড়াতে পারবেন।