Sourav Ganguly-Diego Maradona: ফুটবল রাজপুত্রকে দেখতে নাপোলি ছুটে গিয়েছিলেন সৌরভ

বিসিসিআই সভাপতি, ভারতের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবলপ্রেম অজানা নয়। মহারাজের প্রিয় ক্রীড়াবিদ হলেন আর্জেন্টাইন কিংবদন্তি তারকা ফুটবলার দিয়েগো মারাদোনা। ফুটবল প্রসঙ্গ উঠলেই সৌরভ তাঁর কথায় ফুটবল রাজপুত্রকে তুলে আনেন। মারাদোনার প্রতি সৌরভের অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তাঁকে দেখতে প্রায় ১৮-২০ বছর বয়সে নাপোলিও ছুটে গিয়েছিলেন সৌরভ।

| Edited By: | Updated on: Sep 11, 2022 | 9:30 AM
বিসিসিআই সভাপতি, ভারতের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবলপ্রেম অজানা নয়। মহারাজের প্রিয় ক্রীড়াবিদ হলেন আর্জেন্টাইন কিংবদন্তি তারকা ফুটবলার দিয়েগো মারাদোনা। ফুটবল প্রসঙ্গ উঠলেই সৌরভ তাঁর কথায় ফুটবল রাজপুত্রকে তুলে আনেন। মারাদোনার প্রতি সৌরভের অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তাঁকে দেখতে প্রায় ১৮-২০ বছর বয়সে নাপোলিও ছুটে গিয়েছিলেন সৌরভ। (ছবি-টুইটার)

বিসিসিআই সভাপতি, ভারতের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবলপ্রেম অজানা নয়। মহারাজের প্রিয় ক্রীড়াবিদ হলেন আর্জেন্টাইন কিংবদন্তি তারকা ফুটবলার দিয়েগো মারাদোনা। ফুটবল প্রসঙ্গ উঠলেই সৌরভ তাঁর কথায় ফুটবল রাজপুত্রকে তুলে আনেন। মারাদোনার প্রতি সৌরভের অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তাঁকে দেখতে প্রায় ১৮-২০ বছর বয়সে নাপোলিও ছুটে গিয়েছিলেন সৌরভ। (ছবি-টুইটার)

1 / 5
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানান, তাঁর প্রিয় ক্রীড়াবিদ হলেন দিয়েগো মারাদোনা। তাঁর ধারেকাছে সৌরভ মেসি-রোনাল্ডোদের রাখেনই না। তিনি বলেন, "আমি মেসি-রোনাল্ডোকে দেখেছি। রুনি, জিকো, সক্রেটিস, মারাদোনা, পেলে, বেকহ্যামদেরও দেখেছি। মারাদোনার মতো কেউ নয়।" (ছবি-টুইটার)

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানান, তাঁর প্রিয় ক্রীড়াবিদ হলেন দিয়েগো মারাদোনা। তাঁর ধারেকাছে সৌরভ মেসি-রোনাল্ডোদের রাখেনই না। তিনি বলেন, "আমি মেসি-রোনাল্ডোকে দেখেছি। রুনি, জিকো, সক্রেটিস, মারাদোনা, পেলে, বেকহ্যামদেরও দেখেছি। মারাদোনার মতো কেউ নয়।" (ছবি-টুইটার)

2 / 5
মারাদোনাকে দেখার জন্যই নাপোলিতে একটা সময় ছুটে গিয়েছিলেন সৌরভ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "১৯৯১-৯২ সাল হবে, আমার তখন প্রায় ১৮-২০ বছর বয়স। সেই সময় আমি মারাদোনাকে দেখতে নাপোলি ছুটে গিয়েছিলাম। আমি তখন ইংল্যান্ডে ছিলাম। আমার এখনও মনে আছে, পুরো শহরের সকলেই মারাদোনাকে দেখতে গিয়েছিল।" (ছবি-টুইটার)

মারাদোনাকে দেখার জন্যই নাপোলিতে একটা সময় ছুটে গিয়েছিলেন সৌরভ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "১৯৯১-৯২ সাল হবে, আমার তখন প্রায় ১৮-২০ বছর বয়স। সেই সময় আমি মারাদোনাকে দেখতে নাপোলি ছুটে গিয়েছিলাম। আমি তখন ইংল্যান্ডে ছিলাম। আমার এখনও মনে আছে, পুরো শহরের সকলেই মারাদোনাকে দেখতে গিয়েছিল।" (ছবি-টুইটার)

3 / 5
 মারাদোনার কোনও গুণ সৌরভ ক্রিকেটে প্রয়োগ করেছিলেন কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি ওর মতো হতে পারব না। তুমি তখনই একজনের মতো হতে পারবে, যখন তাঁর মতো দক্ষতা তোমার থাকবে। সকলের প্রতি সম্মান জানিয়েই বলছি ওর যে দক্ষতা ছিল, তেমনটা আর কারও ছিল না।" (ছবি-টুইটার)

মারাদোনার কোনও গুণ সৌরভ ক্রিকেটে প্রয়োগ করেছিলেন কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি ওর মতো হতে পারব না। তুমি তখনই একজনের মতো হতে পারবে, যখন তাঁর মতো দক্ষতা তোমার থাকবে। সকলের প্রতি সম্মান জানিয়েই বলছি ওর যে দক্ষতা ছিল, তেমনটা আর কারও ছিল না।" (ছবি-টুইটার)

4 / 5
সৌরভ আরও বলেন, "আমি খুব ক্লোজলি ফুটবল ফলো করি। আমি একটা পুরো দিন ফুটবল নিয়ে আলোচনা করতেও পারি।" মারাদোনা ও মেসিকে নিয়ে আলোচনাও চলে। এ ব্য়াপারে সৌরভের মত আলাদা। এক কথায় মারাদোনাকে তিনি জিনিয়াস, বলেন। তাঁর কথায়, "মারাদোনা জিনিয়াস। কারণ, তিনি মনে করতেন সবকিছু খুব সহজ। ও পাগলও। অন্যদিকে মেসিকে নিয়ে বলব, ও স্কিলফুল জেন্টলম্যান।" (ছবি-টুইটার)

সৌরভ আরও বলেন, "আমি খুব ক্লোজলি ফুটবল ফলো করি। আমি একটা পুরো দিন ফুটবল নিয়ে আলোচনা করতেও পারি।" মারাদোনা ও মেসিকে নিয়ে আলোচনাও চলে। এ ব্য়াপারে সৌরভের মত আলাদা। এক কথায় মারাদোনাকে তিনি জিনিয়াস, বলেন। তাঁর কথায়, "মারাদোনা জিনিয়াস। কারণ, তিনি মনে করতেন সবকিছু খুব সহজ। ও পাগলও। অন্যদিকে মেসিকে নিয়ে বলব, ও স্কিলফুল জেন্টলম্যান।" (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: