AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly at Eden Gardens: ক্রিকেটের নন্দনকাননে প্রাক্তনদের বিশেষ ম্যাচে দর্শকাসনে সৌরভ

ইডেনে হল লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচ। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে বসে খেলা দেখলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একপাশে সস্ত্রীক অরুণ লাল। আরেক পাশে জয়দীপ মুখোপাধ্যায়। পিছনে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

| Edited By: | Updated on: Sep 17, 2022 | 6:45 AM
Share
ইডেনে হল লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচ। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে বসে খেলা দেখলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একপাশে সস্ত্রীক অরুণ লাল। আরেক পাশে জয়দীপ মুখোপাধ্যায়। পিছনে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। (নিজস্ব চিত্র)

ইডেনে হল লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচ। ক্লাব হাউসের লোয়ার টিয়ারে বসে খেলা দেখলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একপাশে সস্ত্রীক অরুণ লাল। আরেক পাশে জয়দীপ মুখোপাধ্যায়। পিছনে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। (নিজস্ব চিত্র)

1 / 5
 ইডেনে হওয়া এই ম্যাচে ইন্ডিয়া মহারাজাস দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের। তিনি নিজেও জানিয়েছিলেন, এই ম্যাচে নামার জন্য তিনি জিম করছেন। কিন্তু হঠাৎ করেই এই ম্যাচ থেকে সরে যান তিনি। যার ফলে প্রাক্তনদের এই বিশেষ ম্যাচ নিয়ে খানিকটা উৎসাহ হারিয়েছিল সমর্থকেরা। (নিজস্ব চিত্র)

ইডেনে হওয়া এই ম্যাচে ইন্ডিয়া মহারাজাস দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের। তিনি নিজেও জানিয়েছিলেন, এই ম্যাচে নামার জন্য তিনি জিম করছেন। কিন্তু হঠাৎ করেই এই ম্যাচ থেকে সরে যান তিনি। যার ফলে প্রাক্তনদের এই বিশেষ ম্যাচ নিয়ে খানিকটা উৎসাহ হারিয়েছিল সমর্থকেরা। (নিজস্ব চিত্র)

2 / 5
ইডেনে লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। হাউসফুল গ্যালারি ছিল না ঠিক, কিন্তু দর্শকরা রীতিমতো উপভোগ করেছে সেওয়াগ-ভেত্তোরিদের খেলা। (নিজস্ব চিত্র)

ইডেনে লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। হাউসফুল গ্যালারি ছিল না ঠিক, কিন্তু দর্শকরা রীতিমতো উপভোগ করেছে সেওয়াগ-ভেত্তোরিদের খেলা। (নিজস্ব চিত্র)

3 / 5
ইডেন বেল বাজিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগের সূচনা করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্ক ওয়া। সৌরভ মাঠে ব্যাট হাতে না নামলেও ক্লাব হাউসে লোয়ার টিয়ারে বসে উপভোগ করলেন লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচ। (নিজস্ব চিত্র)

ইডেন বেল বাজিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগের সূচনা করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্ক ওয়া। সৌরভ মাঠে ব্যাট হাতে না নামলেও ক্লাব হাউসে লোয়ার টিয়ারে বসে উপভোগ করলেন লেজেন্ডস ক্রিকেট লিগের বিশেষ ম্যাচ। (নিজস্ব চিত্র)

4 / 5
ক্রিকেটের নন্দনকাননে প্রাক্তনদের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৭০ রান তোলে ওয়ার্ল্ড জায়ান্টস। ৪ উইকেট খুইয়ে লক্ষ্য পূরণ করে ফেলে ইন্ডিয়া মহারাজাস। (ছবি-লেজেন্ডস ক্রিকেট লিগ টুইটার)

ক্রিকেটের নন্দনকাননে প্রাক্তনদের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৭০ রান তোলে ওয়ার্ল্ড জায়ান্টস। ৪ উইকেট খুইয়ে লক্ষ্য পূরণ করে ফেলে ইন্ডিয়া মহারাজাস। (ছবি-লেজেন্ডস ক্রিকেট লিগ টুইটার)

5 / 5