Sourav Ganguly: কুল কুল করে বইছে টেমস নদী, লন্ডনে সৌরভের স্বপ্নের আশিয়ানা

লন্ডন তাঁর দ্বিতীয় বাড়ি। বছরে দুই থেকে তিনবার যাওয়া পাকা। শত ব্যস্ততাতেও প্রিয় শহরে গিয়ে ছুটি কাটানোর সময় ঠিক বের করে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের কেরিয়ার ও জীবনের অনেকটা বড় অংশ জুড়ে এই শহর।

| Edited By: | Updated on: Jul 25, 2022 | 11:22 AM
লন্ডন তাঁর দ্বিতীয় বাড়ি। বছরে দুই থেকে তিনবার যাওয়া পাকা। শত ব্যস্ততাতেও প্রিয় শহরে গিয়ে ছুটি কাটানোর সময় ঠিক বের করে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের কেরিয়ার ও জীবনের অনেকটা বড় অংশ জুড়ে এই শহর। (ছবি:ইনস্টাগ্রাম)

লন্ডন তাঁর দ্বিতীয় বাড়ি। বছরে দুই থেকে তিনবার যাওয়া পাকা। শত ব্যস্ততাতেও প্রিয় শহরে গিয়ে ছুটি কাটানোর সময় ঠিক বের করে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের কেরিয়ার ও জীবনের অনেকটা বড় অংশ জুড়ে এই শহর। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
তাই লন্ডনে সৌরভের বাড়ি থাকবে, এতে আর আশ্চর্যের কী? ২০০৮ সালে সাসেক্সে একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

তাই লন্ডনে সৌরভের বাড়ি থাকবে, এতে আর আশ্চর্যের কী? ২০০৮ সালে সাসেক্সে একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
গতবছর উত্তর লন্ডনে একটি ডবল বেডরুমের অ্যাপার্টমেন্ট কেনেন বিসিসিআই প্রেসিডেন্ট। নর্থ হ্যারোর ওই অ্যাপার্টমেন্টের জানালা ও ব্যালকনিতে দাঁড়ালেই চোখে পড়ে নয়নাভিরাম দৃশ্য।(ছবি:ইনস্টাগ্রাম)

গতবছর উত্তর লন্ডনে একটি ডবল বেডরুমের অ্যাপার্টমেন্ট কেনেন বিসিসিআই প্রেসিডেন্ট। নর্থ হ্যারোর ওই অ্যাপার্টমেন্টের জানালা ও ব্যালকনিতে দাঁড়ালেই চোখে পড়ে নয়নাভিরাম দৃশ্য।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
সৌরভের লন্ডনের নতুন আস্তানার পাশ দিয়ে বয়ে চলেছে টেমস নদী। তাছাড়া ব্যালকনি থেকেই চোখে পড়ে লন্ডন আই। জায়গাটি মধ্য লন্ডন থেকে ৪৫ মিনিটের পথ।(ছবি:ইনস্টাগ্রাম)

সৌরভের লন্ডনের নতুন আস্তানার পাশ দিয়ে বয়ে চলেছে টেমস নদী। তাছাড়া ব্যালকনি থেকেই চোখে পড়ে লন্ডন আই। জায়গাটি মধ্য লন্ডন থেকে ৪৫ মিনিটের পথ।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
অ্যাপার্টমেন্টটির আনুমানিক দাম ৪.৬৬ কোটি টাকা। মেয়ে সানা এখন লন্ডনে পড়াশোনা করছে। তাই বোধহয় মধ্য লন্ডনের কাছাকাছি নতুন আশিয়ানা ক্রয় সৌরভের।(ছবি:ইনস্টাগ্রাম)

অ্যাপার্টমেন্টটির আনুমানিক দাম ৪.৬৬ কোটি টাকা। মেয়ে সানা এখন লন্ডনে পড়াশোনা করছে। তাই বোধহয় মধ্য লন্ডনের কাছাকাছি নতুন আশিয়ানা ক্রয় সৌরভের।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
Follow Us: