Twitter: ভাড়া বাকি অফিসের, মেটানো হচ্ছে না কোনও বিল! মাস্কই কি টুইটারের দুর্দশার কারণ?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 16, 2022 | 7:30 AM

Twitter Cost Cutting: হওয়া কয়েক হাজার কর্মীকে সেভেরেন্স পে বাবদ কয়েক লক্ষ ডলার দেওয়ার কথা ছিল টুইটারের। কিন্তু ইলন মাস্ক সেই টাকা মেটাতে অস্বীকার করেছেন।

1 / 6
আর্থিক মন্দায় ধুঁকছে টুইটার। বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ইলন মাস্ক টুইটার সংস্থাকে কিনে নেওয়ার পর থেকেই খরচ কমাতে সংস্থার ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছিলেন। কিন্তু তাতে কি সংস্থার আর্থিক সঙ্কট মিটেছে? টুইটার নিজে এই তথ্য ধামাচাপা দিতে চাইলেও, সাম্প্রতিক নথি বলছে অন্য কথা।

আর্থিক মন্দায় ধুঁকছে টুইটার। বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি ইলন মাস্ক টুইটার সংস্থাকে কিনে নেওয়ার পর থেকেই খরচ কমাতে সংস্থার ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছিলেন। কিন্তু তাতে কি সংস্থার আর্থিক সঙ্কট মিটেছে? টুইটার নিজে এই তথ্য ধামাচাপা দিতে চাইলেও, সাম্প্রতিক নথি বলছে অন্য কথা।

2 / 6
সূত্রের খবর, টুইটার নিজের কোনও অফিসের ভাড়া দিচ্ছে না। সান ফ্রান্সিসকোর মূল দফতরই হোক, বা বিশ্বের বিভিন্ন প্রান্তের টুইটারের যে অফিস রয়েছে, কোনওটিরই ভাড়া মেটাচ্ছে না সংস্থা। খরচ কমাতেই সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সূত্রের খবর, টুইটার নিজের কোনও অফিসের ভাড়া দিচ্ছে না। সান ফ্রান্সিসকোর মূল দফতরই হোক, বা বিশ্বের বিভিন্ন প্রান্তের টুইটারের যে অফিস রয়েছে, কোনওটিরই ভাড়া মেটাচ্ছে না সংস্থা। খরচ কমাতেই সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

3 / 6
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুধু ভাড়া মেটানো নিয়েই কিপ্টেমি করছে না টুইটার। সম্প্রতিই যে ৫০ শতাংশ কর্মীদের ছাঁটাই করা হয়েছিল, তাদের ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়ার কথা থাকলেও, বর্তমানে সেই টাকা দিতে নারাজ টুইটার।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুধু ভাড়া মেটানো নিয়েই কিপ্টেমি করছে না টুইটার। সম্প্রতিই যে ৫০ শতাংশ কর্মীদের ছাঁটাই করা হয়েছিল, তাদের ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়ার কথা থাকলেও, বর্তমানে সেই টাকা দিতে নারাজ টুইটার।

4 / 6
  সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহ ধরেই টুইটারের অফিসগুলির ভাড়া দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। ইলন মাস্কের আইনি টিম সংস্থার লিজকেও পুনর্বিবেচনা করছে বলে জানা গিয়েছে। সম্প্রতি একটি প্রাইভেট চার্টার্ড বিমানের জন্য ১,৯৭,৭২৫ ডলার বিল হয়েছিল, সেই বিলও মেটাতে অস্বীকার করেছে টুইটার।  

  সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহ ধরেই টুইটারের অফিসগুলির ভাড়া দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। ইলন মাস্কের আইনি টিম সংস্থার লিজকেও পুনর্বিবেচনা করছে বলে জানা গিয়েছে। সম্প্রতি একটি প্রাইভেট চার্টার্ড বিমানের জন্য ১,৯৭,৭২৫ ডলার বিল হয়েছিল, সেই বিলও মেটাতে অস্বীকার করেছে টুইটার।  

5 / 6
সংস্থার তরফে জানা গিয়েছে, ছাঁটাই হওয়া কয়েক হাজার কর্মীকে সেভেরেন্স পে বাবদ কয়েক লক্ষ ডলার দেওয়ার কথা ছিল টুইটারের। কিন্তু ইলন মাস্ক সেই টাকা মেটাতে অস্বীকার করেছেন। কর্মীরা যাতে এই বিষয়ে মুখ না খোলেন, তা নিয়েও সতর্ক করা হয়েছে।

সংস্থার তরফে জানা গিয়েছে, ছাঁটাই হওয়া কয়েক হাজার কর্মীকে সেভেরেন্স পে বাবদ কয়েক লক্ষ ডলার দেওয়ার কথা ছিল টুইটারের। কিন্তু ইলন মাস্ক সেই টাকা মেটাতে অস্বীকার করেছেন। কর্মীরা যাতে এই বিষয়ে মুখ না খোলেন, তা নিয়েও সতর্ক করা হয়েছে।

6 / 6
টুইটারের নতুন মালিকের নির্দেশ, ট্রাভেল ইনভয়েস ও অন্যান্য পরিষেবা বাবদ যে টাকাগুলি এতদিন পেতেন কর্মীরা, তাদের আর কোনও টাকা দেওয়া হবে না। ক্যাফেটেরিয়ার খাবারের টাকাও দেওয়া হবে কি না, তা পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে।

টুইটারের নতুন মালিকের নির্দেশ, ট্রাভেল ইনভয়েস ও অন্যান্য পরিষেবা বাবদ যে টাকাগুলি এতদিন পেতেন কর্মীরা, তাদের আর কোনও টাকা দেওয়া হবে না। ক্যাফেটেরিয়ার খাবারের টাকাও দেওয়া হবে কি না, তা পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে।

Next Photo Gallery