TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Dec 09, 2022 | 9:30 AM
অক্ষয় কুমার - অক্ষয় কুমারকে ব্যক্তিগত পার্টিতে যদি বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তবে সেক্ষেত্রে পারিশ্রমিক দিতে হয় ২.৫ কোটি টাকা।
এই সেই লুক। এই লুককে কেন্দ্র করে ট্রোলিংও শুরু হয়ে গিয়েছে। তীব্র কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।
তাঁকে কটাক্ষ করেছেন দক্ষিণের সিনিয়র অভিনেতা প্রকাশ রাজও। যে লুক প্রকাশ পেয়েছে অক্ষয়ের তার পিছনে রয়েছে বাল্বের উপস্থিতি। সেই জন্যই ট্রোলিং হচ্ছে অনেক বেশি। ১৬৩০ থেকে ১৬৮০ সাল পর্যন্ত সিংহাসনে বসেছিলেন শিবাজী। সে সময় বাল্বই আবিষ্কার হয়নি।
তা হলে অক্ষয়ের লুকের পিছনে বাল্ব কেন? ছবিটি টুইট করে প্রকাশ লিখেছেন, "শিবাজীর সময় বাল্ব কোথায় ছিল গুটখা খোর?" এর উত্তর দিয়েছেন অক্ষয়ও। তিনি লিখেছেন, "সে রকমভাবেই যেভাবে আপনার কাছে ১৯৮৮ সালে ডিজিট্যাল ক্যামেরা এসে গিয়েছিল।" টুইটে হ্যাশট্যাগে অক্ষয় লিখেছেন 'মন কী বাত'...