Spain Football Team: বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের সহবাসে আপত্তি নেই স্পেন কোচের
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Nov 27, 2022 | 8:57 AM
বিশ্বকাপ চলছে বলেই দলের ফুটবলার 'উপোস' করিয়ে রাখার কোনও পরিকল্পনা নেই স্পেনের কোচ লুই এনরিকের। ফুটবল বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও সঙ্গীদের সঙ্গে সহবাসে লিপ্ত হতে বাধা দিচ্ছেন না ৫২ বছরের এনরিকে।
1 / 6
বিশ্বকাপ চলছে বলেই দলের ফুটবলার 'উপোস' করিয়ে রাখার কোনও পরিকল্পনা নেই স্পেনের কোচ লুই এনরিকের। ফুটবল বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও সঙ্গীদের সঙ্গে সহবাসে লিপ্ত হতে বাধা দিচ্ছেন না ৫২ বছরের এনরিকে। (ছবি:ইনস্টাগ্রাম)
2 / 6
ফুটবল বিশ্বকাপ খেলতে এসেছে বলে ঋষি-মুনিদের মতো সংযম করতে হবে, এই ধ্যানধারণায় বিশ্বাসী নন এনরিকে। একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে দলের ফুটবলারদের যৌনভ্যাস নিয়ে খোলাখুলি কথা বলেছেন। প্রাক্তন বার্সা ম্যানেজার বলেছেন, "এটা তো সাধারণ ব্যাপার।" (ছবি:ইনস্টাগ্রাম)
3 / 6
রং ফুটবল ম্যাচের আগে যৌনতায় সুফল রয়েছে বলে মনে করেন স্পেনের কোচ। নিজের যৌনভ্যাসকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন, "আমি মনে করি একজন ফুটবলারের জীবনে যৌনতার গুরুত্ব রয়েছে। স্ত্রীর সঙ্গে মিলে আমাদের যা করা উচিত সেটাই করি।" (ছবি:ইনস্টাগ্রাম)
4 / 6
এনরিকের মেয়ে সিরা মার্টিনেজ ডেট করছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসের সঙ্গে। কোস্টারিকার বিরুদ্ধে দু'বার জালে বল জড়ান। হবু জামাইয়ের সঙ্গেও কি এতটা খোলামেলা আলোচনা করেন এনরিকে? (ছবি:ইনস্টাগ্রাম)
5 / 6
স্পেনের ওয়্যাগসদের মধ্যে রয়েছেন ডেভিড রায়ার বান্ধবী তাতানিয়া ট্রোউবোলার। (ছবি:ইনস্টাগ্রাম)
6 / 6
আলভেরো মোরাতার বান্ধবী অ্যালিস ক্যাম্পেলো, এমেরিক লাপোর্তোর পার্টনার সারা বোতেল্লোরা আরও একবার লা রোজাদের জন্য গলা ফাটাবেন রবিবার রাতে। (ছবি:ইনস্টাগ্রাম)