Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ‘বিরাট রাজা তোমারে সালাম’, ইডেনে কোহলির পায়ে লুটোপুটি ফ্যানের, তারপর….

KKR vs RCB, IPL 2025: ইডেন বিরাট কোহলিকে খালি হাতে ফেরায় না। ১৮তম আইপিএলের উদ্বোধনী ম্যাচেও তার অন্যথা হল না। ক্রিকেটের নন্দনকানন শনি-সন্ধেয় দেখল বিরাট শো। কিং কোহলিকে ছুঁয়ে দেখতে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে কোহলির এক ফ্যান মাঠে ঢুকে পড়েন।

| Updated on: Mar 23, 2025 | 11:36 AM
ক্রিকেটের নন্দনকাননে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর দেখা গেল কিং কোহলির শাসন। আইপিএল সাবালক হয়েছে। সেই মঞ্চে ১৮ নম্বর জার্সির মালিক আলো ছড়িয়ে দিলেন। (ছবি-পিটিআই)

ক্রিকেটের নন্দনকাননে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর দেখা গেল কিং কোহলির শাসন। আইপিএল সাবালক হয়েছে। সেই মঞ্চে ১৮ নম্বর জার্সির মালিক আলো ছড়িয়ে দিলেন। (ছবি-পিটিআই)

1 / 8
 ইডেন গার্ডেন্সে ১৮তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিং কোহলির ব্যাট এই ম্যাচে জ্বলে উঠেছিল। (ছবি-পিটিআই)

ইডেন গার্ডেন্সে ১৮তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিং কোহলির ব্যাট এই ম্যাচে জ্বলে উঠেছিল। (ছবি-পিটিআই)

2 / 8
নাইটদের ৭ উইকেটে হারানোর পথে বিরাটের ব্যাটে শনিবার এসেছিল ৩৬ বলে ৫৯* রান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। মাঠে বিরাট, আর ভক্তদের উন্মাদনা থাকবে না, তা হয় নাকি! (ছবি-পিটিআই)

নাইটদের ৭ উইকেটে হারানোর পথে বিরাটের ব্যাটে শনিবার এসেছিল ৩৬ বলে ৫৯* রান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। মাঠে বিরাট, আর ভক্তদের উন্মাদনা থাকবে না, তা হয় নাকি! (ছবি-পিটিআই)

3 / 8
 ইডেনে অনেকদিন পর দেখা গেল এক পরিচিত দৃশ্য। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরসিবির ইনিংস চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। (ছবি-পিটিআই)

ইডেনে অনেকদিন পর দেখা গেল এক পরিচিত দৃশ্য। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরসিবির ইনিংস চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। (ছবি-পিটিআই)

4 / 8
নিরাপত্তরক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে ওই বিরাট ভক্ত সোজা পৌঁছে যান কোহলির কাছে। সেখানে গিয়েই তাঁর পায়ে লুটিয়ে পড়েন।  (ছবি-পিটিআই)

নিরাপত্তরক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে ওই বিরাট ভক্ত সোজা পৌঁছে যান কোহলির কাছে। সেখানে গিয়েই তাঁর পায়ে লুটিয়ে পড়েন। (ছবি-পিটিআই)

5 / 8
বিরাট কোহলিকে সামনে পেয়ে তাঁর ওই ভক্ত সাষ্টাঙ্গে প্রণাম করেন তাঁকে। চোখে মুখে ওই ভক্তর অপার খুশি ধরা পড়ছিল।  (ছবি-পিটিআই)

বিরাট কোহলিকে সামনে পেয়ে তাঁর ওই ভক্ত সাষ্টাঙ্গে প্রণাম করেন তাঁকে। চোখে মুখে ওই ভক্তর অপার খুশি ধরা পড়ছিল। (ছবি-পিটিআই)

6 / 8
বিরাট ওই ভক্তকে সঙ্গে সঙ্গে পা থেকে তুলে নেন। এরপর ওই ফ্যান জড়িয়ে ধরেন কোহলিকে। তারপরও তিনি মাঠ ছাড়েননি।  (ছবি-পিটিআই)

বিরাট ওই ভক্তকে সঙ্গে সঙ্গে পা থেকে তুলে নেন। এরপর ওই ফ্যান জড়িয়ে ধরেন কোহলিকে। তারপরও তিনি মাঠ ছাড়েননি। (ছবি-পিটিআই)

7 / 8
 খানিক পরে নিরাপত্তারক্ষীরা বিরাট কোহলির কাছে পৌঁছে যান। এবং একপ্রকার জোর করে ওই ভক্তকে মাঠ থেকে বের করে নিয়ে যান। (ছবি-পিটিআই)

খানিক পরে নিরাপত্তারক্ষীরা বিরাট কোহলির কাছে পৌঁছে যান। এবং একপ্রকার জোর করে ওই ভক্তকে মাঠ থেকে বের করে নিয়ে যান। (ছবি-পিটিআই)

8 / 8
Follow Us: