ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হেরে যাওয়ায় খুশি হয়েছেন প্রাক্তন পাক তারকা আব্দুল রজ্জাক (Abdul Razzaq)। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তেইশের বিশ্বকাপে রোহিত শর্মার ভারত হেরে যাওয়ায় আসলে ক্রিকেটই জিতেছে।
অজিদের হারিয়ে তৃতীয় বার ওডিআই বিশ্বকাপ জেতার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার। সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। বিশ্বকাপ ফাইনালের পর থেকে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটাররা বলেছেন, ভারত এ বারের বিশ্বকাপ (ICC World Cup 2023) জেতেনি ঠিকই, কিন্তু চ্যাম্পিয়নের মতো খেলেছে।
এর আগে প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম বলেছিলেন, তিনি মনে করেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই ফাইনালে হেরেছে ভারত। তাঁর কথায়, 'যখন কোনও টিম একটানা ম্যাচ জিততে থাকে, তখন অতিরিক্ত আত্মবিশ্বাস এসে যায়। আর তা-ই অনেক সময় ফর্মে থাকা টিমকে ডুবিয়ে দেয়।'
এ বার পাকিস্তানের টিভি চ্যানেলে 'হাসনা মানা হ্যায়' নামের এক শোয়ে আব্দুল রজ্জাক বলেছেন, ভারত বিশ্বকাপ জেতেনি, ভালোই হয়েছে। কারণ তিনি মনে করেন, ফাইনালের পিচ মোটেও উপযুক্ত বানানো হয়নি।
এই প্রসঙ্গে আব্দুল রজ্জাক বলেন, 'আমি বলতে চাই ক্রিকেটেরই জয় হল। ভারতীয়রা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। ভারত বিশ্বকাপ জিততে তা হলে ক্রিকেটের জন্য ভালো হত না।'
প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটার আব্দুল রজ্জাকের কথায়, 'পরিবেশ নিজেদের মতো করে ব্যবহার করে, সুবিধা নিয়ে ম্যাচ জিতবে সেটা তো হতে পারে না। আইসিসি ফাইনালে এত খারাপ পিচ আগে কখনও আমি দেখিনি। ভারত হেরেছে, এটা ক্রিকেটের জন্যই ভালো হয়েছে।'
ওডিআই বিশ্বকাপের মাঝে বলিউড অভিনত্রী ঐশ্বর্য রাইকে নিয়ে অদ্ভুত মন্তব্য করেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার আব্দুল রজ্জাক। সেই সময় তিনি চরম সমালোচিত হয়েছিলেন। এ বার ভারতীয় দলের বিশ্বকাপ হার নিয়ে অদ্ভুত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন।
উল্লেখ্য, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে টস হেরেছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ২৪০ রান তুলে অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ৪২ বল বাকি থাকতেই লক্ষ্যপূরণ করে ফেলে অস্ট্রেলিয়া।