India’s T-20 Captains: টি-টোয়েন্টিতে একের পর এক অধিনায়ক বদল ভারতের, কারা রয়েছেন তালিকায়?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 24, 2023 | 12:45 PM

Virat Kohli: ২০২১ সালে ভারতের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। চেজমাস্টারের নেতৃত্বে ১০ ম্যাচের ৬ টিতে সাফল্য পেয়েছে ভারত। আর হেরেছে ৪ ম্যাচে। মাঝে ভারতীয় দলের দায়িত্বে আসেন শিখর ধাওয়ান। তাঁর নেতৃত্বে ৩ ম্যাচের একটিতে জয় পেয়েছে ভারত। হেরেছে ২ ম্যাচ। ২০২১ থেকে ২০২২ টি-টোয়েন্টি দলের দায়িত্বে ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ৩২ ম্যাচের ২৪ টিতে জয় পেয়েছে ভারত। হেরেছে ৮ ম্যাচ।

1 / 9
সদ্য শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। তার রেশ এখনও কাটেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারের আক্ষেপ এত সহজে মেটার নয়! বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে অজিদের হারিয়েছে ভারত। (ছবি:X)

সদ্য শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। তার রেশ এখনও কাটেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারের আক্ষেপ এত সহজে মেটার নয়! বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে অজিদের হারিয়েছে ভারত। (ছবি:X)

2 / 9
সূর্যকুমার যাদবের নেতৃত্বে জয় পেয়েছে ভারত। সদ্য বিশ্বকাপ শেষ করেই বিশাখাপত্তনমে পৌঁছে গিয়েছেন সূর্য। এ বার ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।জানেন কি শেষ কিছু বছরে টি-টোয়েন্টিতে ৯ বার অধিনায়ক বদল হয়েছে? কারা কারা পেয়েছেন অধিনায়কের দায়িত্ব? চোখ বুলিয়ে নিন এক বার...(ছবি:X)

সূর্যকুমার যাদবের নেতৃত্বে জয় পেয়েছে ভারত। সদ্য বিশ্বকাপ শেষ করেই বিশাখাপত্তনমে পৌঁছে গিয়েছেন সূর্য। এ বার ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।জানেন কি শেষ কিছু বছরে টি-টোয়েন্টিতে ৯ বার অধিনায়ক বদল হয়েছে? কারা কারা পেয়েছেন অধিনায়কের দায়িত্ব? চোখ বুলিয়ে নিন এক বার...(ছবি:X)

3 / 9
২০২১ সালে ভারতের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। চেজমাস্টারের নেতৃত্বে ১০ ম্যাচের ৬ টিতে সাফল্য পেয়েছে ভারত। আর হেরেছে ৪ ম্যাচে। (ছবি:X)

২০২১ সালে ভারতের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। চেজমাস্টারের নেতৃত্বে ১০ ম্যাচের ৬ টিতে সাফল্য পেয়েছে ভারত। আর হেরেছে ৪ ম্যাচে। (ছবি:X)

4 / 9
মাঝে ভারতীয় দলের দায়িত্বে আসেন শিখর ধাওয়ান। তাঁর নেতৃত্বে ৩ ম্যাচের একটিতে জয় পেয়েছে ভারত। হেরেছে ২ ম্যাচ। (ছবি:X)

মাঝে ভারতীয় দলের দায়িত্বে আসেন শিখর ধাওয়ান। তাঁর নেতৃত্বে ৩ ম্যাচের একটিতে জয় পেয়েছে ভারত। হেরেছে ২ ম্যাচ। (ছবি:X)

5 / 9
২০২১ থেকে ২০২২ টি-টোয়েন্টি দলের দায়িত্বে ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ৩২ ম্যাচের ২৪ টিতে জয় পেয়েছে ভারত। হেরেছে ৮ ম্যাচ। (ছবি:X)

২০২১ থেকে ২০২২ টি-টোয়েন্টি দলের দায়িত্বে ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ৩২ ম্যাচের ২৪ টিতে জয় পেয়েছে ভারত। হেরেছে ৮ ম্যাচ। (ছবি:X)

6 / 9
২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। তাঁর নেতৃত্বে ৪ ম্যাচের ২ টিতে জয় ও ২ টিতে সাফল্য এসেছে ভারতের ঘরে। (ছবি:X)

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। তাঁর নেতৃত্বে ৪ ম্যাচের ২ টিতে জয় ও ২ টিতে সাফল্য এসেছে ভারতের ঘরে। (ছবি:X)

7 / 9
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের অধিনায়ক হিসেবে যোগ দেন হার্দিক পান্ডিয়া। তাঁর অধিনায়কত্বে ১৬ ম্যাচের ১০ টিতে জিতেছে ভারত। হেরেছে ৫ ম্যাচ আর একটি অমীমাংসিত। (ছবি:X)

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের অধিনায়ক হিসেবে যোগ দেন হার্দিক পান্ডিয়া। তাঁর অধিনায়কত্বে ১৬ ম্যাচের ১০ টিতে জিতেছে ভারত। হেরেছে ৫ ম্যাচ আর একটি অমীমাংসিত। (ছবি:X)

8 / 9
এই বছরই টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান লোকেশ রাহুল। ২০২৩-এ ভারতীয় দলকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। আয়ারল্যান্ড সিরিজের সময় অধিনায়কত্ব করেন তিনি। (ছবি:X)

এই বছরই টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান লোকেশ রাহুল। ২০২৩-এ ভারতীয় দলকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। আয়ারল্যান্ড সিরিজের সময় অধিনায়কত্ব করেন তিনি। (ছবি:X)

9 / 9
 এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দিয়েছেন  ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর অধিনায়কত্বেই ৩ ম্যাচে সাফল্য পেয়েছে ভারত। আর চলতি ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে দলের দায়িত্বে সূর্যকুমার যাদব।(ছবি:X)

এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর অধিনায়কত্বেই ৩ ম্যাচে সাফল্য পেয়েছে ভারত। আর চলতি ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে দলের দায়িত্বে সূর্যকুমার যাদব।(ছবি:X)

Next Photo Gallery