ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আগামী আইপিএলের দল গোছানোর প্রস্তুতি। চলতি বছরের ডিসেম্বরেই বসবে নিলামের আসর। কোন দল কাকে ধরে রাখতে চায় তা জানিয়ে দেওয়ার সময়সীমা রয়েছে রবিবার পর্যন্ত। (ছবি:X)
কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। এ বার আরও গুরুত্বপূর্ণ ভূমিকায়। ফিরেছেন মেন্টর হিসেবে। গম্ভীর ফিরলেও একাধিক ক্রিকেটারকে এ বার ছেড়ে দিতে চায় কেকেআর। (ছবি:X)
সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স এ বার ছেড়ে দিতে চলেছে তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। যা শুনে অবাক অনেকেই। যদিও তাঁর পারফরম্যান্স ধারাবাহিক না হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। (ছবি:X)
রাসেলের পাশাপাশি ছেড়ে দেওয়া হতে পারে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে। তাঁকে দেড় কোটি টাকায় নিয়েছিল কেকেআর। চোটপ্রবণ। গত মরসুমে ২ ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন। (ছবি:X)
১০ কোটি টাকার আর এক কিউয়ি পেসার লকি ফার্গুসন ৩ ম্যাচে ১ উইকেটের দেখা পান। তাঁকেও ছাড়া হতে পারে। (ছবি:X)
গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসায় তাঁর প্রাক্তন সতীর্থ সাকিব আল হাসানকে কেকেআর রেখে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। সেই সম্ভাবনা ক্ষীণ। একই পরিস্থিতি বাংলাদেশের আর এক ক্রিকেটার লিটন দাসেরও। (ছবি:X)
গত আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তিক্ত অভিজ্ঞতা কেকেআরের। একইসঙ্গে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজের সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক সারতে পারে কেকেআর। (ছবি:X)
রাজস্থান রয়্যালস থেকে ট্রেডিংয়ের মাধ্যমে যশস্বী জয়সওয়ালকে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। গত আইপিএলে তাক লাগানো পারফর্ম করেছেন যশস্বী। কেকেআর নেবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। (ছবি:X)