Kolkata Knight Riders: রাসেল সহ যে প্লেয়ারদের ছেড়ে দিতে পারে কেকেআর…
IPL 2024 Player: আগামী মাসে আইপিএলের পরবর্তী সংস্করণের নিলাম। ট্রেডিংয়ের মাধ্যমে অন্য দল থেকে প্লেয়ার নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কোন দল, কাদের রেখে দিতে চায়, সেই তালিকা জমা দিতে হবে রবিবারের মধ্যে। সব দলই প্রায় পরিকল্পনা প্রস্তুত রেখেছে। কলকাতা নাইট রাইডার্সও ঘুঁটি সাজিয়ে নিচ্ছে। গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর স্বপ্ন দেখতে শুরু করেছেন কেকেআর সমর্থকরা। নাইটরা দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গম্ভীরের নেতৃত্বেই। মেন্টর হিসেবে ট্রফি দিতে পারবেন, সেই আশায় কেকেআর সমর্থকরা।