Abhishek Sharma: ইডেনে ঝড় তুলেছিলেন, দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত তরুণ ওপেনার

Jan 24, 2025 | 11:23 PM

IND vs ENG 2nd T20I: জয় দিয়ে ইংল্যান্ড সিরিজ শুরু করেছে ভারত। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে টিকতে দেননি বোলাররা। শুরুতে বিধ্বংসী স্পেল অর্শদীপ সিংয়ের। এরপর স্পিন দাপট। হার্দিক পান্ডিয়াও দুর্দান্ত পারফর্ম করেছেন। ব্যাটিংয়ে তেমনই ঝড় তুলেছেন অভিষেক শর্মা। ৭ উইকেটের বিশাল জয়ে বড় ভূমিকা নিয়েছেন। চেন্নাইতে সেই তরুণ ওপেনারকে নিয়েই ধোঁয়াশা।

1 / 8
জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে টিকতে দেননি বোলাররা।

জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে টিকতে দেননি বোলাররা।

2 / 8
শুরুতে বিধ্বংসী স্পেল বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। এরপর স্পিন দাপট। হার্দিক পান্ডিয়াও দুর্দান্ত পারফর্ম করেছেন।

শুরুতে বিধ্বংসী স্পেল বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। এরপর স্পিন দাপট। হার্দিক পান্ডিয়াও দুর্দান্ত পারফর্ম করেছেন।

3 / 8
ব্যাটিংয়ে তেমনই ঝড় তুলেছেন অভিষেক শর্মা। ৭ উইকেটের বিশাল জয়ে বড় ভূমিকা নিয়েছেন।

ব্যাটিংয়ে তেমনই ঝড় তুলেছেন অভিষেক শর্মা। ৭ উইকেটের বিশাল জয়ে বড় ভূমিকা নিয়েছেন।

4 / 8
চেন্নাইতে সেই তরুণ ওপেনারকে নিয়েই ধোঁয়াশা। ম্যাচের আগের অনুশীলনে গোড়ালিতে চোট পান অভিষেক।

চেন্নাইতে সেই তরুণ ওপেনারকে নিয়েই ধোঁয়াশা। ম্যাচের আগের অনুশীলনে গোড়ালিতে চোট পান অভিষেক।

5 / 8
সে সময় ফিল্ডিং প্র্যাক্টিস করছিল টিম ইন্ডিয়া। হঠাৎই গোড়ালিতে চোট। দ্রুত ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন।

সে সময় ফিল্ডিং প্র্যাক্টিস করছিল টিম ইন্ডিয়া। হঠাৎই গোড়ালিতে চোট। দ্রুত ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন।

6 / 8
ফিজিও প্রাথমিক চিকিৎসা করেছেন। এরপর কার্যত বসে থাকতে দেখা যায় অভিষেককে। মাঠ ছাড়ার সময় খোড়াচ্ছিলেন।

ফিজিও প্রাথমিক চিকিৎসা করেছেন। এরপর কার্যত বসে থাকতে দেখা যায় অভিষেককে। মাঠ ছাড়ার সময় খোড়াচ্ছিলেন।

7 / 8
নেটে গেলেও ব্যাটিংয়ের সময় অস্বস্তিতে দেখাচ্ছিল। এই অবস্থায় তাঁকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে কি না, সেটাও প্রশ্ন। স্বাভাবিক ভাবেই যা কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে।

নেটে গেলেও ব্যাটিংয়ের সময় অস্বস্তিতে দেখাচ্ছিল। এই অবস্থায় তাঁকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে কি না, সেটাও প্রশ্ন। স্বাভাবিক ভাবেই যা কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে।

8 / 8
অভিষেক শর্মা একান্তই খেলতে না পারলে ওপেনিংয়ে দেখা যেতে পারে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকেও। অতীতে ওপেন করেছেন স্কাই। সব ছবি: PTI

অভিষেক শর্মা একান্তই খেলতে না পারলে ওপেনিংয়ে দেখা যেতে পারে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকেও। অতীতে ওপেন করেছেন স্কাই। সব ছবি: PTI

Next Photo Gallery