পন্টিংয়ের স্ত্রীর নাম রিয়ানা জেনিফার। কীভাবে দেখা হয়েছিল রিকি ও রিয়ানার? দু'জনের প্রেম কাহিনি ভীষণ জম্পেশ। প্রেম পর্বের সূত্রপাত যখন হয় তখন পন্টিং অস্ট্রেলিয়া ক্রিকেটের পরিচিত মুখ। আর রিয়ানা নেহাতই একজন ক্রিকেট অনুরাগী। (ছবি:ইনস্টাগ্রাম)
পন্টিং ও জেনিফারের প্রেম কাহিনির নেপথ্যে রয়েছে ক্রিকেট। ভাইয়ের সঙ্গে ম্যাচ দেখতে এসেছিলেন রিয়ানা। ইনিংসের বিরতিতে কোনওভাবে পন্টিং ও রিয়ানার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম দেখাতেই সুন্দরী রিয়ানাকে হৃদয় দিয়ে বসেন ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)
জেনিফার তখন কলেজ পড়ুয়া। তাঁর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিলেন পন্টিং। ভালোবাসা খুঁজতে রিয়ানার কলেজ পর্যন্ত পৌঁছে যান অজি ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)
প্রেমের সূত্রপাত তখন থেকে। একসঙ্গে ২০ বছর কাটিয়ে ফেললেন রিকি ও রিয়ানা। সম্প্রতি দু'জনে ২০ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)
কিছুদিন প্রেমপর্ব চলার পর ২০০২ সালে গাঁটছড়া বাঁধেন দু'জনে। বিয়ের আগে থেকেই জাতীয় দলের সফরে পন্টিংয়ের সঙ্গী হতেন রিয়ানা। (ছবি:ইনস্টাগ্রাম)
তিন সন্তান নিয়ে রিকি-রিয়ানার সুখের সংসার। পন্টিং বিভিন্ন সময় তাঁর সাফল্যের পিছনে স্ত্রীর অবদান উল্লেখ করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)
২০০৮ সালের ২৬ জুলাই প্রথম বার পিতৃত্বের স্বাদ পান রিকি পন্টিং। বড় মেয়ে এমি শার্লটের জন্ম হয় সেদিন। (ছবি:ইনস্টাগ্রাম)
এরপর ২০১১ সালে ফের একবার কন্যাসন্তানের পিতা হন। মেয়ে ম্যাটিস এলির জন্মের পর ২০১৪ সালে পন্টিং রিয়ানার ছেলে ফ্লেচার উইলিয়ামসের জন্ম হয়। (ছবি:ইনস্টাগ্রাম)