Ricky Ponting love story : ম্যাচের ফাঁকে মোলাকাত, সুন্দরী রিয়ানার খোঁজে কলেজে পৌঁছে গিয়েছিলেন পন্টিং!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 22, 2023 | 10:00 AM

Rianna Jennifer : শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেট নয় বিশ্বের সবচেয়ে সফল ক্যাপ্টেন রিকি পন্টিং। তাঁর দু'বার চারটি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। বর্তমানে পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ। ধারাভাষ্য দেন। ক্রিকেট কেরিয়ারের মতো পন্টিংয়ের বিবাহিত জীবনও বেশ সফল। তিন সন্তান ও স্ত্রী রিয়ানাকে নিয়ে সুখের সংসার ৪৮ বছরের প্রাক্তন অজি অধিনায়কের।

1 / 8
পন্টিংয়ের স্ত্রীর নাম রিয়ানা জেনিফার। কীভাবে দেখা হয়েছিল রিকি ও রিয়ানার? দু'জনের প্রেম কাহিনি ভীষণ জম্পেশ। প্রেম পর্বের সূত্রপাত যখন হয় তখন পন্টিং অস্ট্রেলিয়া ক্রিকেটের পরিচিত মুখ। আর রিয়ানা নেহাতই একজন ক্রিকেট অনুরাগী। (ছবি:ইনস্টাগ্রাম)

পন্টিংয়ের স্ত্রীর নাম রিয়ানা জেনিফার। কীভাবে দেখা হয়েছিল রিকি ও রিয়ানার? দু'জনের প্রেম কাহিনি ভীষণ জম্পেশ। প্রেম পর্বের সূত্রপাত যখন হয় তখন পন্টিং অস্ট্রেলিয়া ক্রিকেটের পরিচিত মুখ। আর রিয়ানা নেহাতই একজন ক্রিকেট অনুরাগী। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
পন্টিং ও জেনিফারের প্রেম কাহিনির নেপথ্যে রয়েছে ক্রিকেট। ভাইয়ের সঙ্গে ম্যাচ দেখতে এসেছিলেন রিয়ানা। ইনিংসের বিরতিতে কোনওভাবে পন্টিং ও রিয়ানার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম দেখাতেই সুন্দরী রিয়ানাকে হৃদয় দিয়ে বসেন ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

পন্টিং ও জেনিফারের প্রেম কাহিনির নেপথ্যে রয়েছে ক্রিকেট। ভাইয়ের সঙ্গে ম্যাচ দেখতে এসেছিলেন রিয়ানা। ইনিংসের বিরতিতে কোনওভাবে পন্টিং ও রিয়ানার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম দেখাতেই সুন্দরী রিয়ানাকে হৃদয় দিয়ে বসেন ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
জেনিফার তখন কলেজ পড়ুয়া। তাঁর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিলেন পন্টিং। ভালোবাসা খুঁজতে রিয়ানার কলেজ পর্যন্ত পৌঁছে যান অজি ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

জেনিফার তখন কলেজ পড়ুয়া। তাঁর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিলেন পন্টিং। ভালোবাসা খুঁজতে রিয়ানার কলেজ পর্যন্ত পৌঁছে যান অজি ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
প্রেমের সূত্রপাত তখন থেকে। একসঙ্গে ২০ বছর কাটিয়ে ফেললেন রিকি ও রিয়ানা। সম্প্রতি দু'জনে ২০ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

প্রেমের সূত্রপাত তখন থেকে। একসঙ্গে ২০ বছর কাটিয়ে ফেললেন রিকি ও রিয়ানা। সম্প্রতি দু'জনে ২০ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
কিছুদিন প্রেমপর্ব চলার পর ২০০২ সালে গাঁটছড়া বাঁধেন দু'জনে। বিয়ের আগে থেকেই জাতীয় দলের সফরে পন্টিংয়ের সঙ্গী হতেন রিয়ানা। (ছবি:ইনস্টাগ্রাম)

কিছুদিন প্রেমপর্ব চলার পর ২০০২ সালে গাঁটছড়া বাঁধেন দু'জনে। বিয়ের আগে থেকেই জাতীয় দলের সফরে পন্টিংয়ের সঙ্গী হতেন রিয়ানা। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
তিন সন্তান নিয়ে রিকি-রিয়ানার সুখের সংসার। পন্টিং বিভিন্ন সময় তাঁর সাফল্যের পিছনে স্ত্রীর অবদান উল্লেখ করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

তিন সন্তান নিয়ে রিকি-রিয়ানার সুখের সংসার। পন্টিং বিভিন্ন সময় তাঁর সাফল্যের পিছনে স্ত্রীর অবদান উল্লেখ করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
২০০৮ সালের ২৬ জুলাই প্রথম বার পিতৃত্বের স্বাদ পান রিকি পন্টিং। বড় মেয়ে এমি শার্লটের জন্ম হয় সেদিন। (ছবি:ইনস্টাগ্রাম)

২০০৮ সালের ২৬ জুলাই প্রথম বার পিতৃত্বের স্বাদ পান রিকি পন্টিং। বড় মেয়ে এমি শার্লটের জন্ম হয় সেদিন। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
এরপর ২০১১ সালে ফের একবার কন্যাসন্তানের পিতা হন। মেয়ে ম্যাটিস এলির জন্মের পর ২০১৪ সালে পন্টিং রিয়ানার ছেলে ফ্লেচার উইলিয়ামসের জন্ম হয়। (ছবি:ইনস্টাগ্রাম)

এরপর ২০১১ সালে ফের একবার কন্যাসন্তানের পিতা হন। মেয়ে ম্যাটিস এলির জন্মের পর ২০১৪ সালে পন্টিং রিয়ানার ছেলে ফ্লেচার উইলিয়ামসের জন্ম হয়। (ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery