ICC ODI World Cup 2023: স্টেডিয়ামে অপরিচ্ছন্ন শৌচাগার, তালিকায় কলকাতাও! বোর্ড দিচ্ছে ৫০০ কোটিরও বেশি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 14, 2023 | 9:45 AM

৪৬ দিন ধরে ভারতের মাটিতে চলবে ২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপ। বিশ্ব দরবারে যাতে মুখ না পোড়ে তারই তোড়জোড় শুরু করেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে দেশের বেশ কয়েকটি স্টেডিয়াম সংস্কার করা হবে।

1 / 8
ঘরের মাঠে ফের একটা বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতে আয়োজিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে স্টেডিয়াম সংস্কার করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শকদের অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি স্টেডিয়ামকে সংস্কারের জন্য বেছে নিয়ে বিসিসিআই। মোট খরচ হবে ৫০০ কোটি টাকারও বেশি। (ছবি:টুইটার)

ঘরের মাঠে ফের একটা বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতে আয়োজিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে স্টেডিয়াম সংস্কার করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শকদের অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি স্টেডিয়ামকে সংস্কারের জন্য বেছে নিয়ে বিসিসিআই। মোট খরচ হবে ৫০০ কোটি টাকারও বেশি। (ছবি:টুইটার)

2 / 8
পাঁচটি স্টেডিয়ামের মধ্যে একটি হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর সিরিজের সময় স্টেডিয়ামের নোংরা শৌচাগার নিয়ে অভিযোগ তোলেন দর্শকরা। এর জন্য দিল্লির বরাদ্দ ১০০ কোটি টাকা। বিশ্বকাপের আগে সব অব্যবস্থা মুছে ফেলতে হবে। (ছবি:টুইটার)

পাঁচটি স্টেডিয়ামের মধ্যে একটি হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর সিরিজের সময় স্টেডিয়ামের নোংরা শৌচাগার নিয়ে অভিযোগ তোলেন দর্শকরা। এর জন্য দিল্লির বরাদ্দ ১০০ কোটি টাকা। বিশ্বকাপের আগে সব অব্যবস্থা মুছে ফেলতে হবে। (ছবি:টুইটার)

3 / 8
অপরিচ্ছন্ন শৌচাগার নিয়ে বদনাম রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেরও। বোর্ডের তরফে ওয়াংখেড়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৮ কোটি ৮২ লক্ষ টাকা। (ছবি:টুইটার)

অপরিচ্ছন্ন শৌচাগার নিয়ে বদনাম রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেরও। বোর্ডের তরফে ওয়াংখেড়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৮ কোটি ৮২ লক্ষ টাকা। (ছবি:টুইটার)

4 / 8
স্টেডিয়াম সংস্কারের জন্য হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডের তরফে পাচ্ছে ১১৭ কোটি ১৭ লক্ষ টাকা।  (ছবি:টুইটার)

স্টেডিয়াম সংস্কারের জন্য হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডের তরফে পাচ্ছে ১১৭ কোটি ১৭ লক্ষ টাকা। (ছবি:টুইটার)

5 / 8
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অপরিষ্কার টয়লেট নিয়ে অভিযোগের খাতায় রয়েছে আইকনিক ইডেন গার্ডেন্সের নামও। দর্শকদের সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে ইডেনের জন্য সবচেয়ে বেশি ১২৭ কোটি ৮২ লক্ষ টাকা দিচ্ছে ভারতীয় বোর্ড।  (ছবি:টুইটার)

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অপরিষ্কার টয়লেট নিয়ে অভিযোগের খাতায় রয়েছে আইকনিক ইডেন গার্ডেন্সের নামও। দর্শকদের সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে ইডেনের জন্য সবচেয়ে বেশি ১২৭ কোটি ৮২ লক্ষ টাকা দিচ্ছে ভারতীয় বোর্ড। (ছবি:টুইটার)

6 / 8
পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের জন্য বরাদ্দ অর্থ হল ৭৯ কোটি ৪৬ লক্ষ টাকা।(ছবি:টুইটার)

পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের জন্য বরাদ্দ অর্থ হল ৭৯ কোটি ৪৬ লক্ষ টাকা।(ছবি:টুইটার)

7 / 8
আইসিসি ওডিআই বিশ্বকাপের জন্য মোট ১২টি স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। উপরোক্ত স্টেডিয়ামগুলি ছাড়াও চেন্নাই, ধর্মশালা, গুয়াহাটি, বেঙ্গালুরু, লখনউ, ইন্দোর স্টেডিয়ামও রয়েছে। (ছবি:টুইটার)

আইসিসি ওডিআই বিশ্বকাপের জন্য মোট ১২টি স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। উপরোক্ত স্টেডিয়ামগুলি ছাড়াও চেন্নাই, ধর্মশালা, গুয়াহাটি, বেঙ্গালুরু, লখনউ, ইন্দোর স্টেডিয়ামও রয়েছে। (ছবি:টুইটার)

8 / 8
ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দর্শক সংখ্যার বিচারে ফাইনালের জন্য প্রাধান্য পাচ্ছে স্টেডিয়ামটি।  (ছবি:টুইটার)

ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দর্শক সংখ্যার বিচারে ফাইনালের জন্য প্রাধান্য পাচ্ছে স্টেডিয়ামটি। (ছবি:টুইটার)

Next Photo Gallery