ঘরের মাঠে বুধ-রাতে চেলসির (Chelsea) বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে নেমেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)।
গত বছরের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও চেলসি। সেই ম্যাচের প্রথম লেগে হ্য়াটট্রিক করেছিলেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। এ বছরের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও গোল করেছেন বেঞ্জেমা।
ম্যাচের ২১ মিনিটের মাথায় গোল করে চেলসির বিরুদ্ধে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন করিম বেঞ্জেমা।
রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয়ান কাপে সবচেয়ে বেশি ম্যাচে খেলা তৃতীয় ফুটবলার এখন করিম বেঞ্জেমা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিনি ১৩০টি ম্যাচে খেলেছেন। এই তালিকায় তাঁর আগে রয়েছেন সের্জিও ব়্যামেস ও ইকর ক্যাসিয়াস।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ৯টি নকআউট ম্যাচে এই নিয়ে ১৪টি গোল করলেন করিম বেঞ্জেমা।
৫৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন চেলসির মিডফিল্ডার বেন চিলওয়েল। এরপর ১০ জনের চেলসি কোনও গোল করতে পারেনি। ৭১ মিনিটে রদ্রিগোর পরিবর্ত হিসেবে নামেন রিয়ালের তারকা স্ট্রাইকার মার্কো আসেনসিও। তাঁর মাঠে নামার ৩ মিনিটের মধ্যে ব্লুজদের সঙ্গে ফের ব্যবধান বাড়ায় রিয়াল।
ম্যাচের ৭৪ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোল করেন মার্কো আসেনসিও।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ ও চেলসি মুখোমুখি হবে ১৯ এপ্রিল।