MS Dhoni: ‘থালা’র সফরনামা! ফিরে দেখা হলুদ জার্সিতে ধোনির রেকর্ড
CSK, IPL 2023: চিপকে বুধ-রাতে আইপিএলে একটা দলের হয়ে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএলের জন্মলগ্ন থেকেই সিএসকের অংশ ধোনি। হলুদ জার্সিতে মাহির একাধিক স্মরণীয় ম্যাচ, মুহূর্ত রয়েছে।