IPL 2024: আইপিএলে একের অধিক দলকে নেতৃত্ব দিয়েছেন কোন অধিনায়করা?
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Dec 18, 2023 | 10:43 AM
Hardik Pandya: ২০২২ সালে মুম্বই ছেড়ে গুজরাট টাইটান্সে যোগ দেন হার্দিক। ২০২২ ও ২০২৩ দু'টি মরসুমে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। ফের ঘর মুম্বইতে ফিরেছেন তিনি। তবে এ বার নতুন বছরের আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন তিনি। এই নিয়ে দু'টি দলের হয়ে নেতৃত্ব দেওয়ার তালিকায় নাম লেখালেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার।
1 / 8
বিশ্লকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর আইপিএলে। হাতে আর একদিন মাত্র। তারপরই বসবে আইপিএলের নিলামের আসর। দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারণ হবে ৩৩৩ জন ক্রিকেটারের। (ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
আইপিএল নিয়ে যখন মাতামাতি তুঙ্গে এই আবহে জেনে নিন আইপিএলের ইতিহাসে কোন অধিনায়কেরা দু'টি দলকে নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে মুম্বই। যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে আইপিএল ক্রিকেটে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
২০২২ সালে মুম্বই ছেড়ে গুজরাট টাইটান্সে যোগ দেন হার্দিক। ২০২২ ও ২০২৩ দু'টি মরসুমে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 8
ফের ঘর মুম্বইতে ফিরেছেন তিনি। তবে এ বার নতুন বছরের আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন তিনি। এই নিয়ে দু'টি দলের হয়ে নেতৃত্ব দেওয়ার তালিকায় নাম লেখালেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
শুরু থেকেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আসছেন মহেন্দ্র সিং ধোনি। তবে মাঝের এক মরসুমে পুনে সুপারজায়ান্টসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
গৌতম গম্ভীরের নেতৃত্বে দু'বার আইপিএল জিতেছে কেকেআর। তবে মাঝে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন গম্ভীর। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 8
অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টেরও দুই ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে । ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পঞ্জাবকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছেন ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগও। (ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
তিনিও ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পঞ্জাবকে নেতৃত্ব দিয়েছেন। বাদ নেই আজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারও। সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসকে নেতত্ব দিয়েছেন তিনি। এ ছাড়া সুরেশ রায়না, কেভিন পিটারসন ও ব্রেন্ডন ম্যাককালামও একের অধিক দলকে নেতৃত্ব দিয়েছেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)