Arshdeep Singh: প্রোটিয়াভূমে ‘পঞ্চবাণ’ অর্শদীপের, নাম উঠল ইতিহাসের পাতায়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 17, 2023 | 7:05 PM

India vs South Africa, 1st ODI: প্রোটিয়াভূমে ওডিআই সিরিজের শুরুটা ভালোই করল মেন ইন ব্লু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে প্রথম ওডিআই ম্যাচে ৮ উইকেটে জিতেছে ভারত। প্রথম ভারতীয় পেসার হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫ উইকেট নিয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। সেই সঙ্গে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় পেসার অর্শদীপ সিং।

1 / 8
দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতের (India)। কারণ বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে গিয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের শুরুটা ভালো করল মেন ইন ব্লু। (ছবি-এএফপি)

দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতের (India)। কারণ বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে গিয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের শুরুটা ভালো করল মেন ইন ব্লু। (ছবি-এএফপি)

2 / 8
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম। ব্যাটিং বাছার সময় হয়তো ভেবেছিলেন ঘরের মাঠে বড় রান তুলতে পারবে তাঁর দল। হল তাঁর উল্টো। অর্শদীপ সিং (Arshdeep Singh), আবেশ খানদের দাপটে ১১৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। (ছবি-এএফপি)

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম। ব্যাটিং বাছার সময় হয়তো ভেবেছিলেন ঘরের মাঠে বড় রান তুলতে পারবে তাঁর দল। হল তাঁর উল্টো। অর্শদীপ সিং (Arshdeep Singh), আবেশ খানদের দাপটে ১১৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। (ছবি-এএফপি)

3 / 8
জো'বার্গে কেরিয়ারের সেরা বোলিং করেছেন ভারতীয় তরুণ পেসার অর্শদীপ সিং। এর আগে অর্শদীপ দেশের হয়ে ৩টি ওডিআইতে খেলেছিলেন। কিন্তু উইকেট কপালে জোটেনি। (ছবি-এএফপি)

জো'বার্গে কেরিয়ারের সেরা বোলিং করেছেন ভারতীয় তরুণ পেসার অর্শদীপ সিং। এর আগে অর্শদীপ দেশের হয়ে ৩টি ওডিআইতে খেলেছিলেন। কিন্তু উইকেট কপালে জোটেনি। (ছবি-এএফপি)

4 / 8
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে অর্শদীপ নেন ৫ উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন ২৪ বছর বয়সী ভারতীয় পেসার অর্শদীপ সিং। (ছবি-এএফপি)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে অর্শদীপ নেন ৫ উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন ২৪ বছর বয়সী ভারতীয় পেসার অর্শদীপ সিং। (ছবি-এএফপি)

5 / 8
প্রথম ভারতীয় পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম তুললেন পঞ্জাবের ছেলে অর্শদীপ সিং। (ছবি-এএফপি)

প্রথম ভারতীয় পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম তুললেন পঞ্জাবের ছেলে অর্শদীপ সিং। (ছবি-এএফপি)

6 / 8
সুনীল জোশী, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাডেজার পর ২৪ বছর বয়সী পেসার অর্শদীপ সিং চতুর্থ ভারতীয় বোলার, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইফার (৫ উইকেট) নিয়েছেন। (ছবি-এএফপি)

সুনীল জোশী, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাডেজার পর ২৪ বছর বয়সী পেসার অর্শদীপ সিং চতুর্থ ভারতীয় বোলার, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইফার (৫ উইকেট) নিয়েছেন। (ছবি-এএফপি)

7 / 8
দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫ উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার হয়েছেন অর্শদীপ সিং। তাঁর আগে আশীষ নেহরা এবং যুজবেন্দ্র চাহাল দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআইতে ৫টি উইকেট নিয়েছেন। নেহরা ও চাহাল অবশ্য স্পিনার। (ছবি-এএফপি)

দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫ উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার হয়েছেন অর্শদীপ সিং। তাঁর আগে আশীষ নেহরা এবং যুজবেন্দ্র চাহাল দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআইতে ৫টি উইকেট নিয়েছেন। নেহরা ও চাহাল অবশ্য স্পিনার। (ছবি-এএফপি)

8 / 8
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু থেকেই বল হাতে দাপট দেখাতে থাকেন অর্শদীপ সিং। রবিবার তাঁর ৫ শিকার হলেন - রেজা হেন্ড্রিক্স, টনি ডি জর্জি, রসি ভ্যান ডার ডুসেন, হেনরিখ ক্লাসেন এবং আন্দিলে পেকলুকায়ো। (ছবি-এএফপি)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু থেকেই বল হাতে দাপট দেখাতে থাকেন অর্শদীপ সিং। রবিবার তাঁর ৫ শিকার হলেন - রেজা হেন্ড্রিক্স, টনি ডি জর্জি, রসি ভ্যান ডার ডুসেন, হেনরিখ ক্লাসেন এবং আন্দিলে পেকলুকায়ো। (ছবি-এএফপি)

Next Photo Gallery
IND vs SA ODI: ভারতের বিরুদ্ধে কেন গোলাপি জার্সি পরে খেলছে দক্ষিণ আফ্রিকা?
IPL 2024: আইপিএলে একের অধিক দলকে নেতৃত্ব দিয়েছেন কোন অধিনায়করা?