Shubman Gill: আইপিএলে কতটা ‘শুভ’ গিলের সফর?

Shubman Gill IPL Record: শুভমান গিল এখন পর্যন্ত আইপিএলে ৯১ টি ম্যাচ খেলেছেন। ১৩৪.০৭ স্ট্রাইক রেটে ২৭৯০ রান করেছেন। গিলের নামে ৩টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। আইপিএলে তার সর্বোচ্চ স্কোর ১২৯। ২০২১ সালে রানার্স হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন কেকেআরের হয়ে খেলতেন গিল। এর পরের মরসুমে অর্থাৎ ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন গিল। সেই বছরই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স।

| Edited By: | Updated on: Nov 28, 2023 | 9:00 AM
বয়স মাত্র ২৪। এখনই সাফল্যে পরিপূর্ণ তাঁর ঝুলি। এই বয়সেই একের পর এক রেকর্ড গড়ে শীর্ষে এই তরুণ ওপেনার। (ছবি:X)

বয়স মাত্র ২৪। এখনই সাফল্যে পরিপূর্ণ তাঁর ঝুলি। এই বয়সেই একের পর এক রেকর্ড গড়ে শীর্ষে এই তরুণ ওপেনার। (ছবি:X)

1 / 8
কার কথা হচ্ছে বলুন তো? তিনি আর কেউ নন, ভারতীয় তারকা ওপেনার শুভমন গিল। দেশের জার্সিতে একের পর এক কামাল করেছেন শুভমন। (ছবি:X)

কার কথা হচ্ছে বলুন তো? তিনি আর কেউ নন, ভারতীয় তারকা ওপেনার শুভমন গিল। দেশের জার্সিতে একের পর এক কামাল করেছেন শুভমন। (ছবি:X)

2 / 8
এ বার আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন গিল। হার্দিক পান্ডিয়া মুম্বইয়ে চলে যাওয়ায় এই দায়িত্ব পেয়েছেন গিল।(ছবি:X)

এ বার আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন গিল। হার্দিক পান্ডিয়া মুম্বইয়ে চলে যাওয়ায় এই দায়িত্ব পেয়েছেন গিল।(ছবি:X)

3 / 8
শুধু ভারতের হয়েই নয়, আইপিএলের মঞ্চেও একের পর এক সাফল্য পেয়েছেন গিল। কী সেগুলি? চোখ বুলিয়ে নিন এক বার। (ছবি:X)

শুধু ভারতের হয়েই নয়, আইপিএলের মঞ্চেও একের পর এক সাফল্য পেয়েছেন গিল। কী সেগুলি? চোখ বুলিয়ে নিন এক বার। (ছবি:X)

4 / 8
আইপিএলে ডেবিউ হয় কেকেআরের জার্সিতে। তবে কলকাতা নাইট রাইডার্স গিলকে সে ভাবে ব্যবহার করতে পারেনি। শুভমান গিল এখন পর্যন্ত আইপিএলে ৯১ টি ম্যাচ খেলেছেন। ১৩৪.০৭ স্ট্রাইক রেটে ২৭৯০ রান করেছেন। গিলের নামে ৩টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। আইপিএলে তার সর্বোচ্চ স্কোর ১২৯। 
  (ছবি:X)

আইপিএলে ডেবিউ হয় কেকেআরের জার্সিতে। তবে কলকাতা নাইট রাইডার্স গিলকে সে ভাবে ব্যবহার করতে পারেনি। শুভমান গিল এখন পর্যন্ত আইপিএলে ৯১ টি ম্যাচ খেলেছেন। ১৩৪.০৭ স্ট্রাইক রেটে ২৭৯০ রান করেছেন। গিলের নামে ৩টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। আইপিএলে তার সর্বোচ্চ স্কোর ১২৯। (ছবি:X)

5 / 8
এরপর যোগ দেন গুজরাট টাইটান্সে। সেখান থেকে বাঁক নেয় গিলের আইপিএল কেরিয়ার। যদিও ২০১৯ আইপিএলে কেকেআরের হয়ে সেরা উঠতি প্রতিভার পুরস্কার পান।  (ছবি:X)

এরপর যোগ দেন গুজরাট টাইটান্সে। সেখান থেকে বাঁক নেয় গিলের আইপিএল কেরিয়ার। যদিও ২০১৯ আইপিএলে কেকেআরের হয়ে সেরা উঠতি প্রতিভার পুরস্কার পান। (ছবি:X)

6 / 8
২০২১ সালে রানার্স হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন কেকেআরের হয়ে খেলতেন গিল। এর পরের মরসুমে অর্থাৎ ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন গিল। সেই বছরই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স।  (ছবি:X)

২০২১ সালে রানার্স হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন কেকেআরের হয়ে খেলতেন গিল। এর পরের মরসুমে অর্থাৎ ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন গিল। সেই বছরই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। (ছবি:X)

7 / 8
 গুজরাটের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন গিল। পরের বছর রানার্স হয় গিলের গুজরাট। ওই বছরই সর্বোচ্চ রান করে অরেঞ্জ কাপ জিতে নেন সকলের প্রিয় গিল।  (ছবি:X)

গুজরাটের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন গিল। পরের বছর রানার্স হয় গিলের গুজরাট। ওই বছরই সর্বোচ্চ রান করে অরেঞ্জ কাপ জিতে নেন সকলের প্রিয় গিল। (ছবি:X)

8 / 8
Follow Us: