Shubman Gill: আইপিএলে কতটা ‘শুভ’ গিলের সফর?
Shubman Gill IPL Record: শুভমান গিল এখন পর্যন্ত আইপিএলে ৯১ টি ম্যাচ খেলেছেন। ১৩৪.০৭ স্ট্রাইক রেটে ২৭৯০ রান করেছেন। গিলের নামে ৩টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। আইপিএলে তার সর্বোচ্চ স্কোর ১২৯। ২০২১ সালে রানার্স হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন কেকেআরের হয়ে খেলতেন গিল। এর পরের মরসুমে অর্থাৎ ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন গিল। সেই বছরই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স।
Most Read Stories