ICC ODI World Cup 2023: ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে নজরে থাকবেন কোন তারকারা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 26, 2023 | 8:00 AM

End-SL: নজরে থাকবেন বেন স্টোকস। চোট সারিয়ে সবে ফিরেছেন তিনি। তবে আগের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে তেমন একটা সাড়া ফেলতে পারেননি। তাই এই ম্য়াচে নিজেকে মেলে ধরতে চাইবেন। যে কোনও ম্যাচে স্টোকসের মতো প্লেয়ারের উপস্থিতি দলকে ভরসা জোগাতে সাহায্য করে। থ্রি লায়ন্সদের হয়ে নজর থাকবে রিস টোপলের দিকে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আগের ম্যাচে ৩ উইকে নেন।

1 / 8
জমে উঠেছে  বিশ্বকাপ।  এ বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ইংল্য়ান্ড ও শ্রীলঙ্কা। দুই দলই হার, জিতের ক্ষেত্রে একই জায়গায় দাঁড়িয়ে। এখনও পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে দুই দল। তার মধ্য়ে দুই দলই এক ম্য়াচ জিতে বাকিগুলিতে হেরেছে।

জমে উঠেছে বিশ্বকাপ। এ বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ইংল্য়ান্ড ও শ্রীলঙ্কা। দুই দলই হার, জিতের ক্ষেত্রে একই জায়গায় দাঁড়িয়ে। এখনও পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে দুই দল। তার মধ্য়ে দুই দলই এক ম্য়াচ জিতে বাকিগুলিতে হেরেছে।

2 / 8
এ বারের বিশ্বকাপে সেই চেনা ছন্দে পাওয়া যায়নি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানের ব্য়বধানে হেরেছে থ্রি-লায়ন্সরা। আজ, বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘুরে  দাঁড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠবেন জস বাটলাররা। এই ম্য়াচে নজরে থাকবেন কোন তারকারা?

এ বারের বিশ্বকাপে সেই চেনা ছন্দে পাওয়া যায়নি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানের ব্য়বধানে হেরেছে থ্রি-লায়ন্সরা। আজ, বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠবেন জস বাটলাররা। এই ম্য়াচে নজরে থাকবেন কোন তারকারা?

3 / 8
ইংল্যান্ডের হয়ে প্রথমেই নজরে থাকবেন অধিনায়ক জস বাটলার। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবেন তিনি। ফলে প্রতিপক্ষের ভয়ের কারণ হতে পারেন।

ইংল্যান্ডের হয়ে প্রথমেই নজরে থাকবেন অধিনায়ক জস বাটলার। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবেন তিনি। ফলে প্রতিপক্ষের ভয়ের কারণ হতে পারেন।

4 / 8
নজরে থাকবেন বেন স্টোকস। চোট সারিয়ে সবে ফিরেছেন তিনি। তবে আগের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে তেমন একটা সাড়া ফেলতে পারেননি। তাই এই ম্য়াচে নিজেকে মেলে ধরতে চাইবেন। যে কোনও ম্যাচে স্টোকসের মতো প্লেয়ারের উপস্থিতি দলকে ভরসা জোগাতে সাহায্য করে।

নজরে থাকবেন বেন স্টোকস। চোট সারিয়ে সবে ফিরেছেন তিনি। তবে আগের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে তেমন একটা সাড়া ফেলতে পারেননি। তাই এই ম্য়াচে নিজেকে মেলে ধরতে চাইবেন। যে কোনও ম্যাচে স্টোকসের মতো প্লেয়ারের উপস্থিতি দলকে ভরসা জোগাতে সাহায্য করে।

5 / 8
থ্রি লায়ন্সদের হয়ে নজর থাকবে রিস টোপলের দিকে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আগের ম্যাচে ৩ উইকে  নেন। কুইন্টন ডি-কক, এইডেন ম্যার্কব়্যাম ও মিলারকে ফেরান তিনি। লঙ্কানদের ভয়ের অন্যতম কারণ হতে পারেন তিনি।

থ্রি লায়ন্সদের হয়ে নজর থাকবে রিস টোপলের দিকে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আগের ম্যাচে ৩ উইকে নেন। কুইন্টন ডি-কক, এইডেন ম্যার্কব়্যাম ও মিলারকে ফেরান তিনি। লঙ্কানদের ভয়ের অন্যতম কারণ হতে পারেন তিনি।

6 / 8
শ্রীলঙ্কা শিবিরে প্রথমেই নজরে থাকবেন পাথুম নিশঙ্কা। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আগের ম্য়াচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন। এই ম্যাচে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকবে।

শ্রীলঙ্কা শিবিরে প্রথমেই নজরে থাকবেন পাথুম নিশঙ্কা। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আগের ম্য়াচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন। এই ম্যাচে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকবে।

7 / 8
আরও নজরে থাকবেন চারিত আশালঙ্কা। আগের ম্য়াচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফর্মে ছিলেন। আশা করা যায় লঙ্কানদের বিরুদ্ধেও জ্বলে উঠবেন তিনি। চোখ থাকবে তাঁর দিকে।

আরও নজরে থাকবেন চারিত আশালঙ্কা। আগের ম্য়াচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফর্মে ছিলেন। আশা করা যায় লঙ্কানদের বিরুদ্ধেও জ্বলে উঠবেন তিনি। চোখ থাকবে তাঁর দিকে।

8 / 8
লঙ্কানদের হয়ে নজরে থাকবেন দিলশন মধুশঙ্কা। আগের ম্য়াচে ডাচদের ৪ উইকেট নেন তিনি। ইংল্য়ান্ডের বিরুদ্ধেও জ্বলে উঠতে পারেন তিনি। বাটলার, রুটদের ভয়ের কারণ হতে পারেন মধুশঙ্কা।

লঙ্কানদের হয়ে নজরে থাকবেন দিলশন মধুশঙ্কা। আগের ম্য়াচে ডাচদের ৪ উইকেট নেন তিনি। ইংল্য়ান্ডের বিরুদ্ধেও জ্বলে উঠতে পারেন তিনি। বাটলার, রুটদের ভয়ের কারণ হতে পারেন মধুশঙ্কা।

Next Photo Gallery