ICC ODI World Cup 2023: উৎসবের মেজাজে ইডেন, দেখুন ছবিতে

Eden Gardens: আজ, ভারতীয় তারকা বিরাট কোহলির জন্মদিন। আজকের দিনটা তাই প্রিয় তারকার জন্যই তুলে রাখছেন ভক্তরা। মাঝে মধ্যেই বিরাট-বিরাট ধব্বনিতে কেঁপে উঠছে ইডেন চত্ত্বর। সকাল থেকে টিম হোটেলের বাইরেও ভিড় জমিয়েছিলেন কেউ-কেউ। বিরাট কোহলির ছবি এঁকে তা নিয়ে অধীর আগ্রহে হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন কিছু ভক্তরা।

| Edited By: | Updated on: Nov 05, 2023 | 2:47 PM
রবিবারের মহারণ! ক্রিকেটের নন্দনকাননে প্রোটিয়া বধের লক্ষ্যে টিম ইন্ডিয়া। তেইশের বিশ্বকাপের অন্যতম সেরা দুই দলের লড়াইয়ের জন্য তৈরি ইডেন গার্ডেন্স। (ছবি:রাহুল সাধুখাঁ)

রবিবারের মহারণ! ক্রিকেটের নন্দনকাননে প্রোটিয়া বধের লক্ষ্যে টিম ইন্ডিয়া। তেইশের বিশ্বকাপের অন্যতম সেরা দুই দলের লড়াইয়ের জন্য তৈরি ইডেন গার্ডেন্স। (ছবি:রাহুল সাধুখাঁ)

1 / 8
দুই দলই ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আজকের লড়াই গ্রুপ পর্বের শীর্ষে থাকার। আজকের লড়াইটা সেরায়-সেরায়। (ছবি:রাহুল সাধুখাঁ)

দুই দলই ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আজকের লড়াই গ্রুপ পর্বের শীর্ষে থাকার। আজকের লড়াইটা সেরায়-সেরায়। (ছবি:রাহুল সাধুখাঁ)

2 / 8
ক্রিকেট মানে বরাবরই উন্মাদনা। কলকাতাতেও সেই চেনা ছবিটাই ধরা পড়েছে আজ। প্রিয় ভারতের ম্যাচ বলে কথা। তাই সব কাজ ফেলে ইডেনমুখী দর্শকরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

ক্রিকেট মানে বরাবরই উন্মাদনা। কলকাতাতেও সেই চেনা ছবিটাই ধরা পড়েছে আজ। প্রিয় ভারতের ম্যাচ বলে কথা। তাই সব কাজ ফেলে ইডেনমুখী দর্শকরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

3 / 8
ভারতের হয়ে গলা ফাটাতে দূর-দূরান্ত থেকে হাজির হয়েছেন সমর্থকরা। একটাই আশা জিতুক প্রিয় ভারত। প্রিয় তারকাদের চোখের দেখা দেখার জন্য সকাল থেকেই ইডেন চত্ত্বরে ভক্তদের ঢল। (ছবি:রাহুল সাধুখাঁ)

ভারতের হয়ে গলা ফাটাতে দূর-দূরান্ত থেকে হাজির হয়েছেন সমর্থকরা। একটাই আশা জিতুক প্রিয় ভারত। প্রিয় তারকাদের চোখের দেখা দেখার জন্য সকাল থেকেই ইডেন চত্ত্বরে ভক্তদের ঢল। (ছবি:রাহুল সাধুখাঁ)

4 / 8
বিভিন্ন সাজে সেজেছেন কেউ-কেউ। গায়ে, মুখে তিরঙা এঁকে, হাতে পতাকা নিয়ে হাজির হয়েছেন ভক্তরা। কান পাতলেই শোনা যাচ্ছে ধ্বনি। বাজছে শাঁখ। ভারতের ম্যাচ দেখতে বাবা-মায়ের হাত ধরে হাজির হয়েছে শিশুরাও। (ছবি:রাহুল সাধুখাঁ)

বিভিন্ন সাজে সেজেছেন কেউ-কেউ। গায়ে, মুখে তিরঙা এঁকে, হাতে পতাকা নিয়ে হাজির হয়েছেন ভক্তরা। কান পাতলেই শোনা যাচ্ছে ধ্বনি। বাজছে শাঁখ। ভারতের ম্যাচ দেখতে বাবা-মায়ের হাত ধরে হাজির হয়েছে শিশুরাও। (ছবি:রাহুল সাধুখাঁ)

5 / 8
আজ, ভারতীয় তারকা বিরাট কোহলির জন্মদিন। আজকের দিনটা তাই প্রিয় তারকার জন্যই তুলে রাখছেন ভক্তরা। মাঝে মধ্যেই বিরাট-বিরাট ধব্বনিতে কেঁপে উঠছে ইডেন চত্ত্বর। (ছবি:রাহুল সাধুখাঁ)

আজ, ভারতীয় তারকা বিরাট কোহলির জন্মদিন। আজকের দিনটা তাই প্রিয় তারকার জন্যই তুলে রাখছেন ভক্তরা। মাঝে মধ্যেই বিরাট-বিরাট ধব্বনিতে কেঁপে উঠছে ইডেন চত্ত্বর। (ছবি:রাহুল সাধুখাঁ)

6 / 8
 ভারতের সমর্থনে মাঠে হাজির টলিউড তারকা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দলের জার্সি গায়ে হাসি মুখে ধরা দিলেন দুই তারকা। (ছবি:রাহুল সাধুখাঁ)

ভারতের সমর্থনে মাঠে হাজির টলিউড তারকা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দলের জার্সি গায়ে হাসি মুখে ধরা দিলেন দুই তারকা। (ছবি:রাহুল সাধুখাঁ)

7 / 8
বিরাটের জায়গাটা মনে, তা বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ। একই রকম পোশাকে ধরা দিয়েছেন একদল সমর্থক। কপালে কেটেছেন তিলকও। মাঠ মাতাতে তৈরি তাঁরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

বিরাটের জায়গাটা মনে, তা বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ। একই রকম পোশাকে ধরা দিয়েছেন একদল সমর্থক। কপালে কেটেছেন তিলকও। মাঠ মাতাতে তৈরি তাঁরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

8 / 8
Follow Us: