ICC ODI World Cup 2023: ম্যাচের আগে দিওয়ালি মুডে মেন ইন ব্লু, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Nov 12, 2023 | 11:08 AM
Team India Diwali Celebration: সব অন্ধকার মুছে, আলোর মধ্য দিয়েই লক্ষ্যে পৌঁছচ্ছে টিম ইন্ডিয়া। আশা থাকবে ফাইনালেও ফুল ফোঁটাবে মেন ইন ব্লু। ক্রিকেট প্রেমীদের জন্য় দিওয়ালি ১৯ নভেম্বর। ভারতের জয় দিয়েই দেশবাসীর দিওয়ালির সেরা উপহার হবে। টিম হোটেলেই রয়েছে কারও কারও পরিবার। উৎসবের দিনটা পরিবারের সঙ্গে কে না কাটাতে চায়! তাই প্রিয়জনদের সঙ্গেই চলল উদযাপন।
1 / 9
আজ, শুভ দীপাবলি। আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। উদযাপন শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আগে থেকেই। এ বার দিওয়ালি সেলিব্রেশনে মাতল মেন ইন ব্লু। (ছবি:X)
2 / 9
যদিও, এ বারের দিওয়ালিটা অন্যভাবে কাটবে রোহিত-বিরাটদের। শুভদিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নবম জয়ের সন্ধানে নামবে টিম ইন্ডিয়া। (ছবি:X)
3 / 9
টানা জয় দিয়ে লিগ পর্ব শেষ করতে চাইবে ভারত। এর থেকে বড় দিওয়ালি উপহার আর কী হতে পারে বিরাটদের কাছে! (ছবি:X)
4 / 9
আজকের দিনটা কাটবে মাঠেই। কিন্তু তা বলে কি সেলিব্রেশন হবে না? নিশ্চই হবে। শনি সন্ধ্যায় তাই আগাম দিওয়ালি উদযাপনে মাতল গোটা দল। (ছবি:X)
5 / 9
বেঙ্গালুরুর টিম হোটেলে চলল গ্র্যান্ড সেলিব্রেশন। চেনা নীল জার্সি ছেড়ে রঙ-বেরঙের ট্রেডিশনাল পোশাকে ধরা দিলেন শুভমন, সিরাজরা। (ছবি:X)
6 / 9
এক ফ্রেমে পাওয়া গেল ভারতের বিধ্বংসী পেসারদের। ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে আনন্দ করে একটু অক্সিজেন নিয়ে নিচ্ছেন তাঁরা। (ছবি:X)
7 / 9
টিম হোটেলেই রয়েছে কারও কারও পরিবার। উৎসবের দিনটা পরিবারের সঙ্গে কে না কাটাতে চায়! তাই প্রিয়জনদের সঙ্গেই চলল উদযাপন। (ছবি:X)
8 / 9
রোহিতের পাশে দেখা গেল স্ত্রী ঋতিকাকে। এ ছাড়া ছিলেন অনুষ্কা শর্মাও। এক ফ্রেমে ধরা দিলেন বিরুষ্কা। স্ত্রী দেবিশা শেট্টিকে পাশে নিয়েই সেলিব্রেশনে মাতলেন সূর্যকুমার যাদব। (ছবি:X)
9 / 9
সব অন্ধকার মুছে, আলোর মধ্য দিয়েই লক্ষ্যে পৌঁছচ্ছে টিম ইন্ডিয়া। আশা থাকবে ফাইনালেও ফুল ফোঁটাবে মেন ইন ব্লু। ক্রিকেট প্রেমীদের জন্য় দিওয়ালি ১৯ নভেম্বর। ভারতের জয় দিয়েই দেশবাসীর দিওয়ালির সেরা উপহার হবে। (ছবি:X)