Messi vs Ronaldo: রোনাল্ডো যেন জেমস বন্ড, আর মেসি হলেন ফ্যামিলি ম্যান!
Cristiano Ronaldo vs Lionel Messi: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসি, কে সেরা ফুটবলার? এই নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চর্চার অন্ত নেই। পর্তুগিজ তারকা সিআর সেভেনের ফ্যান ফলোয়ার্স প্রচুর। আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসির ভক্তর ঢলও যে কাউকে চমকে দেবে। দু'জনই মাঠে গোল করতে ওস্তাদ। অবশ্য একদিক থেকে মেসির থেকে এগিয়ে রোনাল্ডো। তা হল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা।
Most Read Stories