David Warner : ‘ব্রিজ, ঘড়ি আর একটা বড় প্যালেস দেখলাম…’ কোন জায়গার কথা বলছেন ডেভিড ওয়ার্নার?

অ্যাসেজ সিরিজের ফাঁকেই পরিবারের সঙ্গে বেশ সময় কাটাচ্ছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। তিন মেয়ে ও স্ত্রী ক্যান্ডিসের সঙ্গে ভ্রমণের একাধিক ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ওয়ার্নার। মজার কমেন্ট করে ওয়ার্নার বুঝিয়েছেন কোন জায়গায় বেড়াচ্ছেন তিনি। দেখুন তো ছবি দেখে আপনারা বুঝতে পারেন কি না যে ওয়ার্নার কোথায় বেড়াতে গিয়েছেন?

| Edited By: | Updated on: Jun 24, 2023 | 11:21 PM
অ্যাসেজ সিরিজের ফাঁকেই সময় বের করে পরিবারকে নিয়ে ঘুরতে গেলেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

অ্যাসেজ সিরিজের ফাঁকেই সময় বের করে পরিবারকে নিয়ে ঘুরতে গেলেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

1 / 8
সেই ভ্রমণের এক ঝাঁক ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ডেভিড ওয়ার্নার ক্যাপশনে মজা লিখেছেন, 'পরিবারের সঙ্গে একটা মজার দিন কাটালাম। আমরা একটা বড় ব্রিজ দেখেছি, একটা ঘড়ি ও একটা বড় প্যালেস দেখেছি।' (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

সেই ভ্রমণের এক ঝাঁক ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ডেভিড ওয়ার্নার ক্যাপশনে মজা লিখেছেন, 'পরিবারের সঙ্গে একটা মজার দিন কাটালাম। আমরা একটা বড় ব্রিজ দেখেছি, একটা ঘড়ি ও একটা বড় প্যালেস দেখেছি।' (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

2 / 8
ডেভিড ওয়ার্নার যে সকল ছবি শেয়ার করেছেন তা দেখে বোঝা গিয়েছে তিনি লন্ডনে বেড়াতে গিয়েছেন। আসলে আলাদা করে তিনি লন্ডনে যাননি। অ্যাসেজ সিরিজের জন্যই তাঁর সেখানে যাওয়া। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

ডেভিড ওয়ার্নার যে সকল ছবি শেয়ার করেছেন তা দেখে বোঝা গিয়েছে তিনি লন্ডনে বেড়াতে গিয়েছেন। আসলে আলাদা করে তিনি লন্ডনে যাননি। অ্যাসেজ সিরিজের জন্যই তাঁর সেখানে যাওয়া। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

3 / 8
অজি তারকা ডেভিড ওয়ার্নার লন্ডনে যে ব্রিজের কথা বলেছেন নেটিজ়েনদের মতে সেটি হল লন্ডন ব্রিজ। বড় ঘড়িটি হল বিগ বেন। আর বড় প্যালেসটি হল বাকিংহ্যাম প্যালেস। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

অজি তারকা ডেভিড ওয়ার্নার লন্ডনে যে ব্রিজের কথা বলেছেন নেটিজ়েনদের মতে সেটি হল লন্ডন ব্রিজ। বড় ঘড়িটি হল বিগ বেন। আর বড় প্যালেসটি হল বাকিংহ্যাম প্যালেস। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

4 / 8
এখন ওয়ার্নারের লন্ডনে থাকার কারণ, ২৮ জুন থেকে লর্ডসে শুরু হবে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

এখন ওয়ার্নারের লন্ডনে থাকার কারণ, ২৮ জুন থেকে লর্ডসে শুরু হবে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

5 / 8
শুধু লন্ডনে পরিবারকে নিয়ে ঘোরাঘুরিই করেননি ওয়ার্নার। পরিবারের সকলকে নিয়ে ওয়ার্নার পৌঁছে গিয়েছিলেন লর্ডসেও। (ছবি-ক্যান্ডিস ওয়ার্নার ইন্সটাগ্রাম)

শুধু লন্ডনে পরিবারকে নিয়ে ঘোরাঘুরিই করেননি ওয়ার্নার। পরিবারের সকলকে নিয়ে ওয়ার্নার পৌঁছে গিয়েছিলেন লর্ডসেও। (ছবি-ক্যান্ডিস ওয়ার্নার ইন্সটাগ্রাম)

6 / 8
তিন মেয়ের সঙ্গে লর্ডসে নেট প্র্যাক্টিসও করেন ডেভিড ওয়ার্নার। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

তিন মেয়ের সঙ্গে লর্ডসে নেট প্র্যাক্টিসও করেন ডেভিড ওয়ার্নার। (ছবি-ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রাম)

7 / 8
চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে আপাতত ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে অজিরা। প্রথম টেস্টে ২ ইনিংসে যথাক্রমে ৯ আর ৩৬ রান করেন ওয়ার্নার। এ বার দেখার দ্বিতীয় টেস্টে তিনি কেমন পারফর্ম করেন। (ছবি-ক্যান্ডিস ওয়ার্নার ইন্সটাগ্রাম)

চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে আপাতত ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে অজিরা। প্রথম টেস্টে ২ ইনিংসে যথাক্রমে ৯ আর ৩৬ রান করেন ওয়ার্নার। এ বার দেখার দ্বিতীয় টেস্টে তিনি কেমন পারফর্ম করেন। (ছবি-ক্যান্ডিস ওয়ার্নার ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: