Australia Cricket : আইনজীবী থেকে মডেল… অজি ক্রিকেটারদের সুন্দরী ওয়াগসদের চেনেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 20, 2023 | 9:14 AM
Australia cricket Wags: শুরু হয়ে গিয়েছে অ্যাসেজ। ২২ গজের লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর ২২ গজের বাইরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের ক্রিকেটারদের ওয়াগসদের (স্ত্রী ও বান্ধবীদের বলা হয়)। অজি ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা বলে আমায় দেখো, তো ইংল্যান্ডের ক্রিকেটারদের ওয়াগসরাও কম যান না। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সুন্দরী ওয়াগসরা কোন পেশার সঙ্গে যুক্ত জেনে নিন বিস্তারিত।
1 / 8
একদিকে চলছে অ্যাসেজ। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ওয়াগসদের। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সুন্দরী ওয়াগসরা কোন কোন পেশার সঙ্গে যুক্ত জানেন? রইল বিস্তারিত...
2 / 8
অজি অধিনায়ক প্যাট কামিন্সের স্ত্রী বেকি কামিন্স - সুন্দরী বেকি পেশায় একজন ইন্টিরিয়ার ডিজাইনার। ৩৩ বছর বয়সী বেকির জন্ম ইয়র্কশায়ারে। ২০২২ সালে কামিন্স ও বেকির বিয়ে হয়েছে। তাঁর নিজের কোম্পানির নাম বেকি বস্টন ডিজাইনস।
3 / 8
অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার - অজি ক্রিকেটারদের ওয়াগসদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী। তিনি আয়রন উইমেন ছিলেন। এবং সার্ফ লাইভ সেভার। ২০১৫ সালে ওয়ার্নারের সঙ্গে বিয়ে হয়ে ক্যান্ডিসের। তাঁদের তিনটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে ক্যান্ডিস টেলিভিশন প্রেজেন্টার।
4 / 8
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের স্ত্রী ড্যানি উইলিস - ৩২ বছরের ড্যানি উইলিসের সঙ্গে স্টিভ স্মিথের বিয়ে হয় ২০১৮ সালে। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ড্যানি ট্রাম্পোলাইন জিমন্যাস্টিক্সে প্রতিনিধিত্ব করেছেন। পরবর্তীতে তিনি একজন আইনজীবীর পেশা বেছে নিয়েছেন।
5 / 8
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বান্ধবী এমিলি রেড উড - অজি তারকা ক্যামেরন গ্রিনের বান্ধবী সুন্দরী এমিলি রেডউড পেশায় পুষ্টিবিদ। একইসঙ্গে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। গ্রিনকে বিভিন্ন ম্যাচে উৎসাহিত করতে গ্যালারিতে দেখা গিয়েছে এমিলিকে।
6 / 8
অজি তারকা বোলার নাথান লিয়ঁর স্ত্রী এমা লিয়ঁ - ২০১৭ সাল থেকে নাথান লিয়ঁর সঙ্গে ডেটিং করেন এমা। এরপর ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। ৩২ বছরের এমা ফ্যাশনিস্তা বলেই পরিচিত।
7 / 8
মার্কাস হ্যারিসের স্ত্রী ক্যাট হ্যারিস - নাথান লিয়ঁর স্ত্রীর মতো মার্কাস হ্যারিসের স্ত্রী ক্যাট হ্যারিসও ফ্যাশান দুনিয়ার সঙ্গে যুক্ত। চলতি বছরের মার্চে মেলবোর্নে মাত্র ১১ জন অতিথির উপস্থিতিতে বিয়ে করেন মার্কাস ও ক্যাট। অজি তারকার স্ত্রী নিজের পেশাগত পরিচয় দেন ডিজিটাল ও কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে।
8 / 8
ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস - অজি তারকা ক্রিকেটার ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস। তাঁদের এনগেজমেন্ট হয়েছিল ২০২১ সালে। বিয়ে হয়েছে চলতি বছরে। জেসিকা একজন মডেল।