ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের লড়াই চলছে ২২ গজে। অন্যদিকে মাঠের বাইরে দুই দলের ক্রিকেটারদের ওয়াগসদের লড়াইও চলছে। ইংলিশ ব্রিগেডের ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা কোন কোন পেশার সঙ্গে যুক্ত জানেন।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের স্ত্রী ক্লেয়ার স্টোকস - টিনএজার থেকে একসঙ্গে রয়েছেন বেন ও ক্লেয়ার। তিনি একজন প্রাইমারি স্কুল টিচার। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। বেন ও ক্লেয়ারের ২টি সন্তান রয়েছে। তাঁদের ছেলের নাম লেটন আর মেয়ের নাব লিব্বি।
স্টুয়ার্ট ব্রডের বান্ধবী মলি কিং- ইংল্যান্ডের ক্রিকেটারদের ওয়াগসদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্টুয়ার্ট ব্রডের বান্ধবী মলি কিং। তিনি একজন পপ সিঙ্গার। শুধু তাই নয়। তিনি বর্তমানে বিবিসি ১ এর রেডিও প্রেজেন্টার। ব্রডের সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়ে গিয়েছে। তাঁদের একটি কন্যসন্তানও রয়েছে।
জিমি অ্যান্ডারসনের স্ত্রী ড্যানিয়েলা লয়েড অ্যান্ডারসন - ইংল্যান্ডের সিনিয়র দলের তারকা ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের স্ত্রী ড্যানিয়েলা লয়েড অ্যান্ডারসন। ২০০৪ সালে তাঁদের প্রথম সাক্ষাৎ। তিনি অতীতে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি বিজ্ঞাপনের কাজের সঙ্গেও যুক্ত। ২০০৬ সালে লরি হোটেলে অ্যান্ডারসনের সঙ্গে বিয়ে হয় ড্যানিয়েলার। তাঁদের ২ সন্তান রয়েছে।
জো রুটের স্ত্রী ক্যারি রুট - ৩২ বছরের ক্যারি রুট এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের বিয়ে হয় ২০১৮ সালে। তাঁদের ২ সন্তান রয়েছে। হেডিংলে আর্কের এক বারে তাঁদের প্রথম দেখা হয়। সেখানে আগে কাজ করতেন রুটের স্ত্রী।
বেন ডকেটের ওয়াগস পেইজ ওগবর্ন - ২০২১ সালে ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডকেটের সঙ্গে প্রথম দেখা হয় পেইজ ওগবর্নের। ফাইনান্সিয়াল টাইমসের ডিজিটাল ও পারফরম্যান্স মার্কেটিংয়ের প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি।
অলি রবিনসনের বান্ধবী লরেন রোজ - ২৭ বছর বয়সী লরেন রোজ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অলি রবিনসনের সঙ্গে গত আট বছর ধরে একসঙ্গে রয়েছেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। যার নাম সিয়েনা।
হ্যারি ব্রুকের বান্ধবী লুসি লাইলস - ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক গত তিন বছর ধরে লুসি লাইসের সঙ্গে ডেট করছেন। তাঁদের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে বেশ কিছু একসঙ্গে থাকা ছবি দেখা যায়। লুসি নিজের ব্যক্তিগত জীবনের তথ্য খুব একটা সকলের সঙ্গে ভাগ করে নিতে স্বাচ্ছন্দবোধ করেন না।