ক্রিকেট তাঁর রক্তে। ঈশ্বর প্রদত্ত ক্ষমতার সঙ্গে কঠোর পরিশ্রম যোগ করলে কী হয়? উদাহরণের নাম সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের এক মরাঠি পরিবারের জন্ম নেওয়া ছোটখাটো চেহারার ছেলেটি যে একদিন ক্রিকেট বিশ্বকে শাসন করবে কে জানত? ২৪টা বছর ধরে ভারত তথা বিশ্ব ক্রিকেটকে নিজের ক্যারিশমায় বেঁধে রেখেছিলেন। (ছবি: টুইটার)
সচিনের কেরিয়ারে মাইলস্টোনের ছড়াছড়ি। বিশ্বের কোনও না কোনও ক্রিকেটার প্রতিনিয়ত তাঁর রেকর্ড ভাঙছেন। তবুও এখনও বেশ কিছু রেকর্ড যা সচিনের কাছে অক্ষত রয়েছে। আজকের আলোচনায় মাস্টার ব্লাস্টারের কেরিয়ারের সব 'প্রথম' রেকর্ডগুলি। (ছবি: টুইটার)
টেস্ট এবং ওডিআই ক্রিকেটে সর্বকালের সেরা রানস্কোরার হলেন সচিন। ভারতের ক্রিকেট মায়েস্ত্রোর ঝুলিতে রয়েছে ১০০টি সেঞ্চুরি। এমন একটা রেকর্ড যা ভাঙতে হলে সচিনের মতোই কঠোর পরিশ্রমে ব্রত হতে হবে। (ছবি: টুইটার)
ওডিআই ক্রিকেটে দ্বিশতরানের মালিক। এখনও পর্যন্ত আটজন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ডবল সেঞ্চুরি। কিন্তু সচিন তেন্ডুলকর হলেন ২০০ রান করা প্রথম ক্রিকেটার। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন তিনি। (ছবি: টুইটার)
প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট ম্যাচ খেলেছেন। মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের ২০০তম টেস্ট খেলেছিলেন সচিন। (ছবি: টুইটার)
আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে সর্বাধিক রান। মোট ৩৪ হাজার ৩৫৭ রান (টেস্ট, ওডিআই, টি-২০)। ২০০৯ সালের ২০ নভেম্বর প্রথম ক্রিকেটার হিসেবে ৩০ হাজারের রানের গণ্ডি অতিক্রম করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে এই মাইলস্টোন গড়েন। (ছবি: টুইটার)
সচিনই প্রথম ক্রিকেটার যাঁকে তৃতীয় আম্পায়ার আউট দিয়েছিলেন। ঘটনাটি ১৯৯২ সালে। তখন তৃতীয় আম্পায়ার বিষয়টি পরিচিত ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে প্রথম বার তৃতীয় আম্পায়ার সচিনকে রান আউট দেন। (ছবি: টুইটার)
ভারতীয় ক্রিকেটের আইকন হলেন প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ১৫ হাজার রান গড়েছেন। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লি টেস্টে এই রেকর্ডের মালিক হন সচিন। (ছবি: টুইটার)