Emiliano Martinez : ‘মেসি’র বিরুদ্ধে গোলে দাঁড়ালেন এমি
অদ্যই শেষ রজনী। এমিলিয়ানো মার্টিনেজের ২ দিনের কলকাতা সফরের আজ শেষদিন। সারাদিন ধরে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। শেষ গন্তব্য ছিল হুগলির রিষড়া। সেখানেও আর্জেন্টাইন গোলকিপারকে নিয়ে প্রবল উন্মাদনা।