Emiliano Martinez : ‘মেসি’র বিরুদ্ধে গোলে দাঁড়ালেন এমি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 05, 2023 | 7:35 PM

অদ্যই শেষ রজনী। এমিলিয়ানো মার্টিনেজের ২ দিনের কলকাতা সফরের আজ শেষদিন। সারাদিন ধরে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। শেষ গন্তব্য ছিল হুগলির রিষড়া। সেখানেও আর্জেন্টাইন গোলকিপারকে নিয়ে প্রবল উন্মাদনা।

1 / 8
হুগলির রিষড়ায় এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে ব্যপক উন্মাদনা চোখে পড়ল। (ছবি নিজস্ব)

হুগলির রিষড়ায় এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে ব্যপক উন্মাদনা চোখে পড়ল। (ছবি নিজস্ব)

2 / 8
গোলকিপারকে ঘিরে সেলফি, অটোগ্রাফের হিড়িক পড়ে যায়। (ছবি নিজস্ব)

গোলকিপারকে ঘিরে সেলফি, অটোগ্রাফের হিড়িক পড়ে যায়। (ছবি নিজস্ব)

3 / 8
আয়োজকদের তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুটবলের আকারে মিষ্টি। (ছবি নিজস্ব)

আয়োজকদের তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুটবলের আকারে মিষ্টি। (ছবি নিজস্ব)

4 / 8
আর্জেন্টাইন গোলকিপারকে দেওয়া হয়েছে একটি গৌতম বুদ্ধর মূর্তি। (ছবি নিজস্ব)

আর্জেন্টাইন গোলকিপারকে দেওয়া হয়েছে একটি গৌতম বুদ্ধর মূর্তি। (ছবি নিজস্ব)

5 / 8
শতদ্রু দত্তের ছেলের সঙ্গে ফুটবলে মাতলেন এমি। (ছবি নিজস্ব)

শতদ্রু দত্তের ছেলের সঙ্গে ফুটবলে মাতলেন এমি। (ছবি নিজস্ব)

6 / 8
আশ্রমের অনাথ শিশুদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ।  (ছবি নিজস্ব)

আশ্রমের অনাথ শিশুদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ। (ছবি নিজস্ব)

7 / 8
কাউকে নিরাশ করেননি ডিবু। সবাইকে হাত নাড়িয়ে অভিবাদন জানান।(ছবি নিজস্ব)

কাউকে নিরাশ করেননি ডিবু। সবাইকে হাত নাড়িয়ে অভিবাদন জানান।(ছবি নিজস্ব)

8 / 8
 ১৫ মিনিটের জন্য রিষড়ায় ছিলেন ডিবু। তারপর কলকাতার উদ্দেশে রওনা দেন। (ছবি নিজস্ব)

১৫ মিনিটের জন্য রিষড়ায় ছিলেন ডিবু। তারপর কলকাতার উদ্দেশে রওনা দেন। (ছবি নিজস্ব)

Next Photo Gallery