French Open 2023: রোলাঁ গারোয় খেতাব জয়ের দাবিদার এই পাঁচ পুরুষ টেনিস তারকা

চলতি বছরের ফরাসি ওপেন শুরু হয়েছে। পুরুষদের সিঙ্গলস ম্যাচও শুরু। এ বছর লাল মাটির কোর্টে খেতাব জয়ের দাবিদার রয়েছেন বেশ কয়েক জন টেনিস তারকারা। তাঁরা কারা? টিভি৯ বাংলার মতে এই পাঁচ পুরুষ টেনিস তারকা এ বছর ফরাসি ওপেন জয়ের অন্যতম দাবিদার।

| Edited By: | Updated on: May 30, 2023 | 5:25 AM
২০২৩ সালের ফরাসি ওপেন ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরুষদের সিঙ্গলস ম্যাচও শুরু হয়েছে গিয়েছে। এ বছর লাল মাটির কোর্টে খেতাব জয়ের দাবিদার রয়েছেন বেশ কয়েক জন টেনিস তারকারা। তাঁরা কারা? টিভি৯ বাংলার মতে এই পাঁচ পুরুষ টেনিস তারকা এ বছর ফরাসি ওপেন জয়ের অন্যতম দাবিদার।

২০২৩ সালের ফরাসি ওপেন ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরুষদের সিঙ্গলস ম্যাচও শুরু হয়েছে গিয়েছে। এ বছর লাল মাটির কোর্টে খেতাব জয়ের দাবিদার রয়েছেন বেশ কয়েক জন টেনিস তারকারা। তাঁরা কারা? টিভি৯ বাংলার মতে এই পাঁচ পুরুষ টেনিস তারকা এ বছর ফরাসি ওপেন জয়ের অন্যতম দাবিদার।

1 / 8
কার্লোস আলকারাজ- স্পেনের এই টেনিস তারকা এ বছর ফরাসি ওপেন জয়ের অন্যতম দাবিদার। জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব ইউএস ওপেনে জিতেছেন কার্লোস। সম্প্রতি বার্সেলোনা ও মাদ্রিদে লাল মাটির কোর্টে জিতেছেন।

কার্লোস আলকারাজ- স্পেনের এই টেনিস তারকা এ বছর ফরাসি ওপেন জয়ের অন্যতম দাবিদার। জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব ইউএস ওপেনে জিতেছেন কার্লোস। সম্প্রতি বার্সেলোনা ও মাদ্রিদে লাল মাটির কোর্টে জিতেছেন।

2 / 8
গত কয়েক মাস ধরেই দুরন্ত ফর্মে রয়েছেন কার্লোস। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানও সম্প্রতি দখল করেছেন তিনি।  রোলাঁ গারোতেও খেতাব জেতার লড়াইয়ে অনেকটা এগিয়ে তিনি।

গত কয়েক মাস ধরেই দুরন্ত ফর্মে রয়েছেন কার্লোস। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানও সম্প্রতি দখল করেছেন তিনি। রোলাঁ গারোতেও খেতাব জেতার লড়াইয়ে অনেকটা এগিয়ে তিনি।

3 / 8
নোভাক জকোভিচ- রাফায়েল নাদালের চোট পেয়ে ছিটকে যাওয়ায় খেতাব জয়ের আশা আরও বেড়েছে জকোভিচের। তৃতীয় বারের জন্য ফরাসি ওপেন জিততে মরিয়া তিনি। এ বারের ফরাসি ওপেন জিতলে ২৩ বার গ্র্যান্ড স্লাম জিতে নতুন রেকর্ড গড়বেন তিনি।

নোভাক জকোভিচ- রাফায়েল নাদালের চোট পেয়ে ছিটকে যাওয়ায় খেতাব জয়ের আশা আরও বেড়েছে জকোভিচের। তৃতীয় বারের জন্য ফরাসি ওপেন জিততে মরিয়া তিনি। এ বারের ফরাসি ওপেন জিতলে ২৩ বার গ্র্যান্ড স্লাম জিতে নতুন রেকর্ড গড়বেন তিনি।

4 / 8
জকোভিচ অন্যতম দাবিদার হলেও সাম্প্রতিক কালে অতীতের ফর্ম দেখা যায়নি টেনিস ইতিহাসে অন্যতম সেরা তারকার। রোমে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন। মাদ্রিদে চোচের কারণে ছিটকে যেতে হয়েছিল এই সার্বিয়ান তারকাকে।

জকোভিচ অন্যতম দাবিদার হলেও সাম্প্রতিক কালে অতীতের ফর্ম দেখা যায়নি টেনিস ইতিহাসে অন্যতম সেরা তারকার। রোমে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন। মাদ্রিদে চোচের কারণে ছিটকে যেতে হয়েছিল এই সার্বিয়ান তারকাকে।

5 / 8
হল্গার রুনে- ডেনমার্কের এই টেনিস তারকা ফরাসি ওপেন জয়ের অন্যতম দাবিদার। গত মরসুম থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। জকোভিচ এবং মেডভেদেবের মতো তারকাকেও সম্প্রতি হারিয়েছেন তিনি।

হল্গার রুনে- ডেনমার্কের এই টেনিস তারকা ফরাসি ওপেন জয়ের অন্যতম দাবিদার। গত মরসুম থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। জকোভিচ এবং মেডভেদেবের মতো তারকাকেও সম্প্রতি হারিয়েছেন তিনি।

6 / 8
দানিল মেদভেদেব- রাশিয়ার এই টেনিস তারকা প্রায়ই বলেন, লাল মাটির কোর্ট তাঁর তেমন পছন্দের নয়। কিন্তু লাল মাটির কোর্টে গত মাসে ইটালিয়ান ওপেন জিতেছেন তিনি। এই জয় তাঁর মনোভাবের পরিবর্তন করতে পারে। পছন্দের হোক আর না হোক, আর খেলতে নেমে জেতার চেষ্টা করবেন না, এমন তো হয় না।

দানিল মেদভেদেব- রাশিয়ার এই টেনিস তারকা প্রায়ই বলেন, লাল মাটির কোর্ট তাঁর তেমন পছন্দের নয়। কিন্তু লাল মাটির কোর্টে গত মাসে ইটালিয়ান ওপেন জিতেছেন তিনি। এই জয় তাঁর মনোভাবের পরিবর্তন করতে পারে। পছন্দের হোক আর না হোক, আর খেলতে নেমে জেতার চেষ্টা করবেন না, এমন তো হয় না।

7 / 8
কাস্পার রুড- গত বছর ফরাসি ওপেনে রানার্স হয়েছিলেন কাস্পার। এ বছরও তিনি এই খেতাব জয়ের অন্যতম দাবিদার। ২০২২ সালে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ফরাসি ওপেন ছাড়াও আমেরিকান ওপেন ও এটিপি ফাইনালে রানার্স হয়েছেন। লাল মাটির কোর্টে তাঁর খেলার উন্নতি নিজর কেড়েছে টেনিস প্রেমীদের।

কাস্পার রুড- গত বছর ফরাসি ওপেনে রানার্স হয়েছিলেন কাস্পার। এ বছরও তিনি এই খেতাব জয়ের অন্যতম দাবিদার। ২০২২ সালে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ফরাসি ওপেন ছাড়াও আমেরিকান ওপেন ও এটিপি ফাইনালে রানার্স হয়েছেন। লাল মাটির কোর্টে তাঁর খেলার উন্নতি নিজর কেড়েছে টেনিস প্রেমীদের।

8 / 8
Follow Us: