Viral Kohli’s Success: জন্মদিনে বিরাট কোহলি, চোখ বুলিয়ে নিন তাঁর সাফল্যের ঝুলিতে
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Nov 05, 2023 | 8:00 AM
Virat Kohli: ওডিআই বিশ্বকাপে আর একটি সেঞ্চুরি করলেই মাস্টার ব্লাস্টারের ৪৯ শতরানের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি। তেইশের বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। জন্মদিনের দিন, ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কোহলির ভারত। ২০১৮ সালে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৯ বলে ১৬০ রানের ইনিংস খেলেন বিরাট। ১২৪ রানের ব্যবধানে এই ম্যাচ জেতে ভারত। ওডিআই বা টি-টোয়েন্টি সব বিশ্বকাপেও দেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদন রেখেছেন কোহলি।
1 / 8
ক্রিকেট প্রেমীদের পছন্দের তালিকার উপরের দিকেই থাকেন বিরাট কোহলি। শুধু ফ্যানেরাই নন,সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটাররাও বিরাটকে পছন্দ করেন। (ছবি: X)
2 / 8
আজ ৫ নভেম্বর ৩৫-এ পা দিলেন সকলের প্রিয় কিং কোহলি। সাফল্য পূর্ণ তাঁর ঝুলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে কোহলি সাফল্যের তালিকায় এক বার চোখ বুলিয়ে নিন। (ছবি: X)
3 / 8
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। টেস্ট ক্রিকেটে ডেবিউ হয় ২০১১ সালে। অভিষেকেই জাত চিনিয়েছেন কোহলি। এরপর আর থামেনি তাঁর ব্যাট। একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি। (ছবি: X)
4 / 8
অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৬৮ ম্যচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর সব ফরম্যাট মিলিয়ে ২১৩ ম্যাচে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৩০০০ রানের রেকর্ড রয়েছে বিরাটের ঝুলিতে। (ছবি: X)
5 / 8
সবরকম ফরম্যাটে এখনও পর্যন্ত ২১৪ বার অর্ধশতরান এসেছে তাঁর ব্য়াটে। ২০১২ কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট। ৮৬ বলে ১৩৩ রান করেন চেজ মাস্টার। (ছবি: X)
6 / 8
২০১২ এশিয়া কাপে পাকিস্তান বিরুদ্ধে কোহলির ১৮৩ রানের ইনিংস এখনও ভোলেনি ক্রিকেটপ্রেমীরা। ১৪৮ বলে ১৮৩ রান করেন কোহলি। ২২ টা বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে দলকে ৬ উইকেটে জিতিয়ে দেন কোহলি। (ছবি: X)
7 / 8
২০১৮ সালে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৯ বলে ১৬০ রানের ইনিংস খেলেন বিরাট। ১২৪ রানের ব্যবধানে এই ম্যাচ জেতে ভারত। ওডিআই বা টি-টোয়েন্টি সব বিশ্বকাপেও দেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদন রেখেছেন কোহলি। (ছবি: X)
8 / 8
ওডিআই বিশ্বকাপে আর একটি সেঞ্চুরি করলেই মাস্টার ব্লাস্টারের ৪৯ শতরানের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি। তেইশের বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। জন্মদিনের দিন, ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কোহলির ভারত। (ছবি: X)